ন‍্যুড বিকিনিতে পুলে জলকেলি সানির, পুরুষহৃদয়ে ঝড় তুললো ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: সানি লিওন (sunny leone), নামটাই যথেষ্ট পুরুষ হৃদয়ে ঝড় তোলার জন‍্য। নীল ছবির দুনিয়ার রমরমা রাজত্বকে ছেড়ে বলিউডে পা রেখেছেন সানি। নিজের অভিনয় দিয়ে খুব কম সময়েই মানুষের মন জিতে নিয়েছেন তিনি। হাসি খুশি প্রাণখোলা মেজাজের সানিকে পছন্দ করেন না এমন মানুষ হাতে গোনা।

সোশ‍্যাল মিডিয়াতেও দিনের পর দিন বেড়ে চলেছে সানির অনুরাগীর সংখ‍্যা। আর তাদের মনোরঞ্জনের জন‍্য মাঝে মাঝেই নিত‍্য নতুন ছবি, ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন তিনি। বিকিনি অবতারে বহু বার অনুরাগীদের হৃৎস্পন্দন দ্রুত করেছেন সানি।

Sunny 5cd02e7ecb08a
ফের একবার বিকিনি পরেই ইনস্টা হ‍্যান্ডেলে ছবি পোস্ট করলেন সানি লিওন। ন‍্যুড রঙের বিকিনিতে সুইমিং পুলের জলে নামতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে চোখে পড়েছেন বড়সড় কালো সানগ্লাস। ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে নিজের কেরিয়ার নিয়ে বেজায় ব‍্যস্ত সানি। রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং করতে এখন কেরলে রয়েছেন তিনি। এছাড়াও বলিউডের বেশ কয়েকটি ছবির শুটিংও শীঘ্রই শুরু করতে চলেছেন তিনি।

https://www.instagram.com/p/CKnlk0BDgvu/?igshid=1i9ongkdofehk

প্রসঙ্গত, আগামী ছবিতে সম্পূর্ণ অন‍্য রকমের একটি চরিত্রে দেখা যাবে সানিকে। পরিচালক বিক্রম ভাটের অ্যাকশন ড্রামা ‘অনামিকা’তে দেখা যেতে চলেছে সানিকে।

এছাড়াও ঐতিহাসিক ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধ নিয়ে এবার তৈরি হতে চলেছে ছবি। ছবির নাম, ‘দ‍্য ব‍্যাটল অফ ভীমা কোরেগাঁও’। সেই ছবিতেই গুপ্তচরের চরিত্রে দেখা যাবে সানিকে। পাশাপাশি একজন নৃত‍্যশিল্পীর ভূমিকাতেও অভিনয় করবেন তিনি। সানির সঙ্গে ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন রামপালও। মাহার যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে।

তবে পরিচালক রমেশ থেতে এখনি এই বিষয়ে বেশি তথ‍্য দিতে নারাজ। দর্শকদের জন‍্য বড়সড় চমক যে তিনি নিয়ে আসতে চলেছেন তা বেশ স্পষ্ট। ১৮১৮ সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ‍্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। সাম‍্যের দাবিতে কিভাবে এই যুদ্ধ হয়েছিল সেটাই উঠে আসবে ছবিতে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে দ‍্য ব‍্যাটল অফ ভীমা কোরেগাঁও।

Niranjana Nag

সম্পর্কিত খবর