এবার Big Boss এ সানি লিওন ! বললেন কাকে করবেন সমর্থন

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস ও বিতর্ক যেন একে অপরের সমার্থক শব্দ। নিত্যদিনই কোনও না কোন বিষয় নিয়ে বিতর্ক লেগেই রয়েছে এই জনপ্রিয় রিয়েলিটি শোকে ঘিরে। কখনও সিদ্ধার্থ শুক্লা, কখনও শাহনাজ গিল আবার কখনও বা শোয়ের সঞ্চালক সলমন খানের বক্তব্য নিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে এই শো। তবে আর খুব বেশি দেরি নেই। আগামী সপ্তাহেই ইতি টানতে চলেছে এই শো। এরই মাঝে প্রাক্তন বিগ বস প্রতিযোগী সানি লিওনকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিগ বসের প্রতিযোগীদের মধ্যে কাকে তাঁর বেশি পছন্দ? উত্তরে তিনি জানান, কোনও একজনকে পছন্দ করা সত্যিই বেশ কঠিন তাঁর পক্ষে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিগ বসের সঞ্চালক সলমন খানের জন্মদিন উপলক্ষে কেক নিয়ে শোতে হাজির হয়েছিলেন সানি। কেক কাটার পর সলমনকে তাঁর জনপ্রিয় গান ‘বেবি ডল’এর তালে নাচতেও বাধ্য করেন তিনি। তারপর প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরের ভেতরে প্রবেশ করেন তিনি। সম্প্রতি একটি শোতে এই বিষয়ে সানি জানান, তিনি প্রবেশ করার আগেই একটা বড়সড় ঝামেলা হয়েছিল প্রতিযোগীদের মধ্যে। তাই সবার মুখই খুব গম্ভীর ছিল। তিনি সঠিক ভাবে বুঝতে পারেননি কার ব্যক্তিত্ব কেমন।

তিনি আরও বলেন, “আমি সত্যিই জানিনা এই সিজনে কে বিজেতা হবেন কিন্তু প্রাক্তন প্রতিযোগী হওয়ার কারনে প্রত্যেক সিজনেই এই শোয়ের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব খুশি।”

https://www.instagram.com/tv/B8bFarqHltq/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, এই মুহূর্তে সিদ্ধার্থ শুক্লা, আসিম রিয়াজ, শেহনাজ গিল, রেশমি দেশাই, পারস ছাবড়, মাহিরা শর্মা ও আরতি সিং বাকি রয়েছেন এখনও বিগ বসের ঘরে। এদের মধ্যে থেকে কে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন সেই দিকেই এখন নজর রয়েছে সবার।

সম্পর্কিত খবর

X