অবশেষে জেএনইউ নিয়ে মুখ খুললেন সানি লিওন, বললেন ..

বাংলাহান্ট ডেস্ক: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও পড়ুয়াদের ওপর আঘাত হানার ঘটনায় সারা দেশ গর্জে উঠেছে প্রতিবাদে। বলিউডকে দাঁড়াতে দেখা গিয়েছে দেশবাসীর পাশে। কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন আবার কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এবার এই প্রসঙ্গে সরব হলেন সানি লিওন। হিংসাতে তিনি বিশ্বাসী নন, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সানি। সেখানেই এই মুহূর্তে দেশের সবথেকে জ্বলন্ত ইস্যু, হিংসা নিয়ে নিজের মতামত পেশ করেন তিনি। জেএনইউ কাণ্ডে তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, হিংসা কোনও রাস্তা নয়। এতে শুধু একজনের ক্ষতি হয়না। পুরো পরিবারই এতে ক্ষতিগ্রস্ত হয়। তাই হিংসা বাদে অন্য পন্থা অবলম্বন করাই শ্রেয় বলে মনে করেন সানি।

EK7CEkjVUAASU6H 1

শুধু তাই নয়, দেশের যুবসমাজ যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেকথাও এদিন স্পষ্ট করে দিলেন অভিনেত্রী। সবাইকে হিংসা ছেড়ে, একে অপরকে আঘাত না করে কোনও সমাধান খোঁজার জন্য অনুরোধ করেন সানি।

প্রসঙ্গত, রবিবার জেএনইউ ক্যাম্পাসে আচমকাই হানা দেয় কয়েকজন মুখোশধারী দুষ্কৃতী। ব্যাট, লাঠি, অ্যাসিড নিয়ে শিক্ষক ও পড়ুয়াদের ওপর চড়াও হয় তারা। মেয়েদের হস্টেলেও আক্রমণ করে তারা। জেএনইউ এর ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ গুরুতর জখম হন। তাঁর মাথা ফেটে যায়। এইমসে চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ রয়েছেন তিনি। তবে প্রতিবাদের সুরও এখনও ভোলেননি ঐশী। কিছুদিন আগেই তাঁর সঙ্গে দেখা করতে ও তাঁর লড়াইয়ে সাহস যোগাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সশরীরে হাজির হন দীপিকা পাডুকোন।

Niranjana Nag

সম্পর্কিত খবর