পুরনো অবতারে ফিরলেন সানি লিওন, ভেজা শরীর কালো সুইমসুটে বাড়াচ্ছেন উষ্ণতা! ছবি ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তথাকথিত প্রথম সারির অভিনেত্রী না হলেও বলিউডে (Bollywood) বেশ জনপ্রিয় সানি লিওন (sunny leone)। সম্পূর্ণ নিজের চেষ্টায় সকলকে তিনি আপন করে নিয়েছেন, ভালবাসতে বাধ‍্য করেছেন। সেই সঙ্গে অতীত পেছনে ফেলে এগিয়ে চলেছেন আরও উজ্জ্বল এক ভবিষ‍্যতের দিকে।

বেশ অনেকদিন আগেই নীল ছবির জগতকে বিদায় জানিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন তিনি ‘জিসম টু’র হাত ধরে। তারপর একের পর এক নতুন নতুন সুযোগ আসতে থাকে তাঁর জীবনে। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন সানি।


লকডাউনের মধ‍্যেই ভারত ছেড়ে লস অ্যাঞ্ছেলসে পাড়ি দিয়েছিলেন সানি। সেখানে নিজের বাংলোতেই স্বামী ড‍্যানিয়েল, তিন ছেলে মেয়ে নিশা, আশার ও নোয়াকে রয়েছেন অভিনেত্রী। টুকটাক কাজের ফাঁকে চুটিয়ে উপভোগ করছেন পরিবারের সঙ্গে কাটানো এই দিনগুলো। আর সেই সঙ্গে অনুরাগীদের জন‍্যও শেয়ার করছেন ছবি, ভিডিও।

সম্প্রতি ফের একটি নতুন ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি। পুরনো চেনা অবতারে ধরা দিয়েছেন তিনি। কালো সুইমসুটে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ক‍্যাপশনে তিনি জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসের অত‍্যন্ত গরম আবহাওয়ায় এভাবেই এঞ্জয় করছেন।

https://www.instagram.com/p/CE1vVDaj-nK/?igshid=1rmvgmjsyupe0

সেই সঙ্গে স্বামী ড‍্যানিয়েলের সঙ্গেও সুইমিং পুলে নেমে ছবি শেয়ার করেছেন সানি। অতি সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন তিনি। গাড়ির যে খুব শখ অভিনেত্রীর তা অনেকেই জানেন। তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহে এটি নতুন সংযোগ। গাড়ি কেনার খবর নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন সানি লিওন।

https://www.instagram.com/p/CE8hDv4jx4l/?igshid=1x0v6911g3e87

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের Maserati গাড়ির সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন সানি। ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘কালকেই একে বাড়িতে নিয়ে এসেছি। যখনই আমি এটা ড্রাইভ করি আমার মন খুশি হয়ে ওঠে।’

তারকা ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সানিকে। এর আগেও ড‍্যানিয়েলের সঙ্গে একটি নতুন গাড়িতে বসে ছবি শেয়ার করেন সানি।

X