মারাঠি শেখানোর নামে সানি লিওন কে দিয়ে উল্টোপাল্টা লাইন বলিয়ে নিলো নিক !

বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি।

times sunny leone proved she rsquo s more than a lsquo baby doll rsquo 1200
বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।

https://www.instagram.com/p/B-udcn-j9Ng/?igshid=yrsqy8b0j0au

তবে এখন বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনও কাজ নেই সানির। কারন বাইরে চলছে করোনা আতঙ্ক। তবে সানি সম্পূর্ণ আলাদা ভাবেই কাটাচ্ছেন এই কোয়ারান্টাইনের সময়টা।

https://www.instagram.com/p/B-6tNPmjLnv/?igshid=1ep7dia82rfgx

সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ‍্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি।

https://www.instagram.com/p/B-_XQPMDjAM/?igshid=1qddhzqj7mjjv

সম্প্রতি এই শোয়ে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার নিকুঞ্জ লোটিয়া যিনি নিক নামেই বেশি পরিচিত সবার কাছে। তাঁর সঙ্গে বেশ খুনসুটিতে মাততে দেখা গেল সানিকে। এমনকি নিক যখন মারাঠি ভাষায় সানিকে কথা বলতে বলেন তখন না বুঝেই তা বলে দেন সানি।

https://www.instagram.com/p/B_EqMJiDIzh/?igshid=10mljiq7nyl0r

দুজনের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা‌। বেশ ভাইরালও হয়েছে এই ভিডিও। এই পরিস্থিতিতে যাতে সবার মুখে একটু হাসি ফোটে সেই উদ্দেশ‍্যেই বানানো এই ভিডিও, এমনটাই জানিয়েছেন সানি লিওন।

Niranjana Nag

সম্পর্কিত খবর