কারওর ব্যাপারে কিছু না জেনে কোনও মন্তব্য করা উচিত নয়, সমালোচকদের উদ্দেশ্যে তোপ সানি লিওনের

বাংলাহান্ট ডেস্ক:  ২০১২তে নীল ছবির দুনিয়া ছেড়ে দিয়েছেন তিনি । এখন বলিউডের অন্যতম সদস্য হওয়ার পাশাপাশি সংসারটাও সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। তিনি সানি লিওন। বলিউডে প্রবেশ করার পর দত্তক নিয়েছেন কন্যা নিশাকে। তারপর সারোগেট পদ্ধতিতে হয়েছেন দুই পুত্রের মা। তাও এখনও তাঁকে পর্ন ছবির অভিনেত্রী বলেই অনেকে চেনেন ও সম্বোধন করেন। এই নিয়ে ট্রোল ও সমালোচনারও শেষ নেই। সানির নিজের কেমন লাগে এইসব ট্রোলের ব্যাপারে?  কতটা খোলা মনেই বা নেন তিনি নেটিজেনদের হাসি-মশকরা?  এই সব কিছু নিয়েই এবার মুখ খুললেন সানি লিওন।

sunny leone latest instagram photo

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সানি। সেখানেই এই সব ট্রোলের ব্যাপারে তাঁর মতামত জিজ্ঞাসা করা হয়। উত্তরে অভিনেত্রী বলেন, “আমি জানি আমার বেশিরভাগ কাজ সমাজের চোখে খারাপ ভাবে দেখা হয়, সেই সব কাজের পেছনে কোনও উদ্দেশ্য থাকুক কী না থাকুক। তাই আমি শুধুমাত্র সেই কাজগুলোই করি যেগুলো আমার ও আমার পরিবারের পক্ষে ঠিক। আমার মতে কারওর ব্যাপারে না জেনে বা তাঁর কোনও কাজের ব্যাপারে না জেনে কোনও মন্তব্য করা উচিত নয়। এই সমালোচনার ভয়ে অনেকেই নিজের সত্য প্রকাশ করতে সাহস পান না।”

সানি আরও বলেন, নিজের সব সত্যি কথা তিনি প্রকাশ করবেন যাতে কাউকে আর গুগলের সাহায্য নিতে না হয়। প্রসঙ্গত, ২০১৯-এ গুগলের মোস্ট সার্চড তারকাদের মধ্যে সবার উপরে ছিল সানি লিওনের নাম। অবশ্য এটাই প্রথম বার নয়। এর আগেও তাঁর নাম ছিল গুগলের মোস্ট সার্চড তালিকার উপরে।

প্রসঙ্গত, ২০১৭ সালে সানি যখন নিশাকে দত্তক নেন তখনও তাঁকে নিয়ে সমালোচনার ঢেউ উঠেছিল। এমনকি অনেকেই বলেছিলেন সানি নিজের মেয়েকেও নীল ছবির দুনিয়ায় নামাতে চান। তাঁর দত্তক নেওয়া উচিত নয়। অনেকে বলেছিলেন নিজের প্রচারের জন্য মেয়েকে ব্যবহার করছেন সানি লিওন।

সম্পর্কিত খবর

X