রূপোলি পোশাকে মোহময়ী সানি লিওন, উষ্ণতা বাড়াচ্ছেন নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: সানি লিওন বলতেই চোখের সামনে ভেসে ওঠে এক হাসিখুশি, প্রাণোচ্ছল মুখ। এক সময়ের জনপ্রিয় নীল ছবির তারকা এখন বলিউডের অন্যতম সফল তারকা। যেকোনও আইটেম গানে সানি লিওন থাকা মানে সেটা হিট হবেই। পাশাপাশি অভিনয়ের দিক থেকেও কিন্তু পিছিয়ে থাকার পাত্রী নন। সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন তিনি। মাঝে মাঝেই নিজের ও পরিবারের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন সানি।

সম্প্রতি আরও কয়েকটি নতুন ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। রূপোলি শর্ট ড্রেসে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। সঙ্গে হালকা মেকআপ ও মানানসই হেয়ারস্টাইল। এই নতুন ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় একেবারে আগুন ধরিয়ে দিচ্ছেন সানি।

https://www.instagram.com/p/B55rGQ1BVIF/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B57QpFPh0vT/?utm_source=ig_web_copy_link

কেরিয়ারের পাশাপাশি নিজের সংসারও কীভাবে সামলাতে হয় তা খুব ভালভাবেই জানেন সানি। নিশা তাঁর ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রথম দত্তক সন্তান। তারপর সারোগেসি পদ্ধতিতে আরও দুই পুত্রসন্তানের জননী হন তিনি। তাদের নাম দেন নোয়া ও আশার। স্বামী ড্যানিয়েল, নিশা, নোয়া ও আশারের সঙ্গে সুখী পরিবার সানির। সন্তানদের মানুষও করছেন দক্ষ মায়ের মতো। কয়েকদিন আগেই মেয়ে নিশার জন্মদিনে বিরাট পার্টির আয়োজন করেছিলেন সানি ও ড্যানিয়েল। মাঝে মাঝেই তিন সন্তানকে স্কুল থেকে আনতে যেতে দেখা যায় সানিকে।

40538fe2 7549 11e9 b041 b8edd22396b2

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু সানি লিওনের। তারপর তিনি প্রবেশ করেন নীল ছবির দুনিয়ায়। সেখান থেকে বিদায় নিয়েই বিটাউনে পা রাখেন তিনি। তাঁর প্রথম ছবি ‘জিসম ২’। তারপর ‘রাগিনী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ সহ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া আইটেম গান তো রয়েছেই। এই মুহূর্তে ‘রাগিনী এমএমএস রিটার্নস’ ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সানি। পাশাপাশি একটি রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর