ভয়াবহ! চামড়া ছাড়িয়ে নেওয়া হল সানির শরীর থেকে, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: সানি লিওন যে পেটা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত তা অনেকেই জানেন। বহুবার প্রাণীহত‍্যার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। প্রচার করেছেন ভেগান জীবনযাপনের। এবার তেমনই একটি প্রচারে নেমেছেন সানি। উদ্দেশ‍্য, এখনকার ফ‍্যাশনে পশুদের থেকে জিনিসের ব‍্যবহার বন্ধ করা। সেই কারনেই পেটা ইন্ডিয়ার সঙ্গে এথিক‍্যাল ফ‍্যাশন নিয়ে প্রচার শুরু করলেন তিনি। লেদারের ব‍্যবহার বন্ধ করতে হবে, এটাই তাঁদের মূল বক্তব‍্য।

https://www.instagram.com/p/B8iUHPCBjqr/?igshid=1rfuwiknqp1tw

ল‍্যাকমে ফ‍্যাশন উইকে এই প্রচারে এসে ‘লেদার ইজ আ রিপ অফ’ নামে একটি পোস্টারও প্রকাশ‍্যে আনেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, চামড়া খুলে নেওয়া হচ্ছে সানির শরীর থেকে। লেদারের ব‍্যবহার বন্ধ করতেই এই রূপকের অবতারনা বলে জানান তিনি। এই প্রসঙ্গে সানি বলেন, “আমার কাছে যখন এই প্রস্তাবটা এল, আমার হ‍্যাঁ বলা খুব সহজ ছিল। কারন নিজের জীবনেও এটা মেনে চলি আমি। আমি বিশ্বাস করি বদল আনতে পারি আমরা। লেদারের ব‍্যাগ কেনার আগে একবার চিন্তা করুন এটা কোথা থেকে আসছে। লেদারের একটা ব‍্যাগ, বেল্ট, জুতোর জন‍্য পশুদের কী অবস্থা হয়। ওদের কষ্ট দেওয়ার তো দরকার নেই। সারা বিশ্বে এমনিই অনেক হিংসা হানাহানি।”

sunny leones shocking biography revealed 1024x576 1
সানি আরও জানান পাঁচ বছর আগ তাঁর মাংসাহার ছেড়ে দেওয়ার কথা ও তার পেছনের কারন। তিনি বলেন, “পাঁচ ছয় বছর আগে ইউলিন ফেস্টিভ‍্যিলে আমি দেখেছিলাম কীভাবে কুকুরদের অত‍্যাচার করে মারা হচ্ছে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। ওদের তো কোনও দোষ নেই। তখনই আমার পেটার সঙ্গে সম্পর্কটা শুরু হয়। এখানে আমি আরও করুন ভিডিও দেখি। পথচলার শুরুটা সুখের না হলেও এখন বিশ্বাস আছে আমরা মানুষের চিন্তাধারায় বদল আনতে পারব।”
তাঁর প্রতিদিনের ফ‍্যাশন সম্পর্কে সানি জানান, নিজের ফ‍্যাশন বা শুটেও তিনি কড়াভাবে লেদার এড়িয়ে চলেন। তিনি জানান, লেদারের জন‍্য পশুদের জীবিত অবস্থাতেই চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। অত‍্যাচার করে মারা হয়। দলবদ্ধ ভাবে উচিত লেদারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।


Niranjana Nag

সম্পর্কিত খবর