বাংলাহান্ট ডেস্ক: গতকালই খবর পাওয়া গিয়েছিল কলকাতার আশুতোষ কলেজের (ashutosh college) ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে সানি লিওনের (sunny leone) নাম। বিষয়টা নিয়ে বেশ তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এবার এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন সানি।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট (tweet) করেছেন সানি লিওন। সেখানে মজা করে তিনি লিখেছেন, ‘আগামী সেমিস্টারে কলেজে দেখা হচ্ছে। আশা করি আমরা একই ক্লাসে থাকব।’ সঙ্গে দুটো দুষ্টুমি ভরা ইমোজি। আশুতোষ কলেজের এমন অভিনব ব্যাপার যে তাঁর কানেও গিয়েছে এই টুইটই তাঁর প্রমাণ বলে মনে করছেন নেটিজেনরা।
সানির এই টুইট ঘিরে ফের হাসি মশকরা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন মজা করে লিখেছেন, ‘আপনি যদি কলেজে শিক্ষিকা হন তাহলে আমি নিশ্চয়ই পুরো নম্বর পাব’। আবার অনেকে নানা মজার মিমও পোস্ট করেছেন কমেন্টে।
https://twitter.com/SunnyLeone/status/1299231455336214529?s=19
আশুতোষ কলেজের ইংরেজি বিভাগে ভর্তির জেনারেল ক্যাটেগরির মেধা তালিকার প্রথমে রয়েছে সানি লিওনের নাম। তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪ এবং রোল নম্বর ২০৭৭৭৭-৬৬৬৬। বেস্ট অফ ফোরে চারশোয় চারশোই পেয়েছেন তিনি। অর্থাৎ প্রতিটি বিষয়েই তাঁর প্রাপ্ত নম্বর একশো।
এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা স্বীকাল করে এই ভুল অনিচ্ছাকৃত। তাদের বক্তব্য এটা ভুয়ো অ্যাপ্লিকেশন। ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।
তবে শুধু ইংরেজি বিভাগে না, কম্পিউটার সায়েন্স বিভাগের মেধা তালিকাতেও দেখা গিয়েছে একাধিক ত্রুটি। নামের পাশাপাশি বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন ও রোল নম্বরে রয়েছে ভুল।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আশুতোষ কলেজের মতো স্বনামধন্য একটি প্রতিষ্ঠান কিকরে এমন মারাত্মক ভুল করতে পারে সেই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসি মশকরাও।