লোক দেখানোর জন‍্যই নিশাকে দত্তক নিয়েছেন সানি! মেয়ের প্রতি অবহেলা করায় ট্রোলড প্রাক্তন পর্নস্টার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বহু বছর আগে অ্যাডাল্ট ছবির দুনিয়া ছেড়ে বলিউডে পা রেখেছেন সানি লিওন (sunny leone)। টুকটাক ছবি ও আইটেম গানে নাচতে দেখা যায় তাঁকে। কেরিয়ারের পাশাপাশি নিজের সংসারটাও সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছেন সানি। প্রথমে নিশা কউর ওয়েবারকে দত্তক নেন সানি ড‍্যানিয়েল। পরবর্তীকালে সারোগেসির মাধ‍্যমে আশার ও নোয়ার জন্ম দেন একদা পর্ন তারকা।

কিন্তু সম্প্রতি সানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি নাকি একজন খারাপ মা। রাস্তার মাঝখানে ছোট্ট মেয়ের নিশার হাত ছেড়ে দেওয়ায় সমালোচিত হয়েছেন তিনি। এমনকি অনেকে এমনো বলেছেন যে নিশাকে প্রচার পাওয়ার জন‍্য দত্তক নিয়েছেন সানি ড‍্যানিয়েল। সমালোচনা তুঙ্গে উঠতেই মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী।


বলিউড সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ড‍্যানিয়েল বিষয়টা নিয়ে সরব হন। এমন নেতিবাচকতা নিয়ে স্পষ্টতই বিরক্ত তিনি। ড‍্যানিয়েল বলেন, “আমি এ ব‍্যাপারে কথাই বলতে চাই না, এটা এতটাই অযৌক্তিক। লোকে কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না। আমার দুই ছেলের বয়স তিন বছর। তারা বন‍্য জন্তুর মতো দৌড়াদৌড়ি করে। অপরদিকে আমার মেয়ে ছয় বছর বয়সী, কীভাবে হাঁটাচলা করতে হয় ও জানে। ও আমার বাড়ির রাজকন‍্যা। নিশার প্রতি আমার ভালবাসা অন‍্য কাউকে প্রমাণ করার দরকার নেই।”

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডে বেশ ব‍্যস্ত শিডিউল সানির। ‘অনামিকা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়াও শোয়ের প্রযোজনাও করছেন। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানের জন‍্য বাগডোগরা হয়ে সিকিম গিয়েছিলেন সানি।


সানির জীবন নিয়ে একটি ওয়েব সিরিজও হয়েছিল। সেখানে বেশ কিছু গোপন তথ‍্য ফাঁস করেছিলেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর জীবনে বেশ কিছু অন্ধকার অধ‍্যায় রয়েছে যেগুলো আর ফিরে দেখতে চান না তিনি। তিনি যখন পর্ন ইন্ডাস্ট্রিতে তখনি তাঁর মা মারা যান। ক‍্যানসার আক্রান্ত বাবাও চলে যান তার পরপরই। তারপরেই প্রেমিক ড‍্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি।

সম্পর্কিত খবর

X