‘থাপ্পড় মেরো না দয়া করে!’ বিগ বসে গিয়ে সলমনকে কাতর আর্জি সানি লিওনের, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পর্ন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে বলিউডে বেশ জাঁকিয়ে বসেছেন সানি লিওন (sunny leone)। ইতিমধ‍্যেই মুখ‍্য চরিত্রে কয়েকটি ছবি, আইটেম গানের পাশাপাশি রিয়েলিটি শো তেও সঞ্চালকের ভূমিকা পালন করেছেন তিনি। সম্প্রতি বিগ বসেও অতিথি হয়ে এসেছিলেন সানি। সেখানেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। সানিকে চড় মারতে গেলেন সলমন খান (salman khan)!

না না ঘাবড়াবেন না! পুরোটাই আসলে স্রেফ মজা। নতুন গান ‘মধুবন’এর প্রচারে বিগ বসে এসেছিলেন সানি ও গায়িকা কনিকা কাপুর। দুই অতিথিকে পেয়ে এক নিমেষেই বদলে যায় বিগ বসের পরিবেশ। সানির সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা সলমনকেও। এরপরেই এক মজার খেলায় মেতে ওঠেন দুজনে।


একটি খেলায় ‘দাবা‌ং’ ছবির জনপ্রিয় স‌ংলাপ বলতে শোনা যায় সলমনকে। সানিকে একটি বল
দিয়ে তিনি হিন্দিতে বলেন, ভালবেসে বলটা তাঁকে রাখতে দিলেন তিনি। নয়তো থাপ্পড় মেরেও বলতে পারতেন। সলমনের কথা শুনে কাঁদো কাঁদো মুখে সানি বলে ওঠেন, “থাপ্পড় মেরো না দয়া করে!” সানির অভিনয় দেখে হো হো করে হেসে ওঠেন সলমন। ছবিতে সোনাক্ষী সিনহার সঙ্গে এই দৃশ‍্যটি করতে দেখা গিয়েছিল সলমনকে।

https://www.instagram.com/tv/CXp_76nDMJc/?utm_medium=copy_link

অনেক কম বয়সে পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সানি ওরফে করনজিৎ কউর বোহরা। বাবা মাকে না জানিয়েই পর্নোগ্রাফিতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। প্রথম প্রথম বাবা মা বেশ খুশিই ছিলেন মেয়ের রোজগারে। তখনো তাঁরা সানির রোজগারের উৎসটা জানতেন না। এই বিষয়ে প্রথম জেনেছিলেন অভিনেত্রীর ভাই। তাও আবার ‘পেন্টহাউস’ পত্রিকায় সানির বিকিনি পরা একটি ছবি দেখে।


সানির জীবন নিয়ে একটি ওয়েব সিরিজও হয়েছিল। সেখানে বেশ কিছু গোপন তথ‍্য ফাঁস করেছিলেন তিনি। অভিনেত্রী জানান, তাঁর জীবনে বেশ কিছু অন্ধকার অধ‍্যায় রয়েছে যেগুলো আর ফিরে দেখতে চান না তিনি। তিনি যখন পর্ন ইন্ডাস্ট্রিতে তখনি তাঁর মা মারা যান। ক‍্যানসার আক্রান্ত বাবাও চলে যান তার পরপরই। তারপরেই প্রেমিক ড‍্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি।

প্রসঙ্গত, এই মুহূর্তে বলিউডে বেশ ব‍্যস্ত শিডিউল সানির। ‘অনামিকা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়াও শোয়ের প্রযোজনাও করছেন। কিছুদিন আগেই একটি অনুষ্ঠানের জন‍্য বাগডোগরা হয়ে সিকিম গিয়েছিলেন সানি।

X