বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ডবল এসেছিল বাংলাদেশি অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট থেকে। শ্রীলংকার বিরুদ্ধে সেই 200 রানের ইনিংস এখনো পর্যন্ত প্রতিটি বাংলাদেশি ক্রিকেট ভক্ত মনে রেখেছেন। এবার ডবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুললেন মুশফিকুর রহিম। কারণ করোনার কারণে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদের সাহায্য করবার জন্যই নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম জানিয়েছিলেন তার প্রথম সেঞ্চুরি করা ব্যাটটি বিক্রয় করে যে অর্থ উপার্জন হবে সেই সমস্ত অর্থ চলে যাবে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য। কিন্তু নিলাম পর্ব শুরু হওয়ার পরে দেখা দিল গন্ডগোল। নিলাম শুরু হওয়ার কয়েক মুহূর্ত পরেই দেখা দিল সানি লিওনের নাম ভরিয়ে একজন ক্রেতা অংশগ্রহণ করেছেন এই বিডে। তখনই দেখা যায় মাত্র 40 মিনিটের মধ্যে 22 লক্ষে পৌঁছে যায় নিলামের অর্থ। তখনই আয়োজকরা বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। বাধ্য নিলাম পর্ব বন্ধ করে দেন আয়োজকরা। এই ঘটনার পর কিছুটা মন খারাপ হয় মুশফিকুর রহিমের।
এই নিলামে অংশগ্রহণের কোন প্রকার শর্ত ছিল না। আর সেই কারণেই ভুয়ো ক্রেতাদের ভিড় বাড়তে থাকে নিলামে। একটা সময় আয়োজক সংস্থা তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে 10 হাজারের বেশি বিড ঘোষণা করা যাবে না, কিন্তু তার সত্ত্বেও আটকানো যায় নি ভুয়ো ক্রেতাদের বাড়াবাড়ি।