সানি লিওন দেবে আপনার স্বাস্থ্য পরিষেবা!নিয়োগের তালিকায় তার নাম

 

অমিত সরকার: চলতি বছরের 17 জানুয়ারি ফেসিলিটি ম্যানেজার গ্রেড III-এর 819টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল । সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এই পদ টেম্পোরারি । তবে, পার্মানেন্টের মতো । সিলেকশনের ভিত্তিতে নিয়োগ করা হবে । কিন্তু আবিদেনকারীর সংখ্যা বেশি হয়ে গেলে পরীক্ষার জন্য নাম শর্ট লিস্ট করা হবে ।

IMG 20190912 WA0007 2
ফেসিলিটি ম্যানেজার গ্রেড III পদে আবেদনকারীদের নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর । আর তারপর থেকেই শুরু হয়ে গেছে হইচই । কারণ সেই তালিকায় নাম রয়েছে সানি লিওনের । তিনি না কি আবার ST ক্যাটেগরির প্রার্থী । শুধু তাই নয়, স্বাস্থ্য দপ্তরের চাকরির এই তালিকায় নাম রয়েছে সুদামা ও হ্যালো মার্ডির ।

আবেদনকারীদের নামের সঙ্গে তাঁদের বাবার নাম, জন্মতারিখ, উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের শতাংশের হার সহ একটি স্কোরও রয়েছে ওই তালিকায় । সেই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই চক্ষু চড়কগাছ সকলের । কারণ সেখানে প্রথমে নাম রয়েছে হ্যালো মার্ডির । তিনি না কি ST ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম হাই মার্ডি । তালিকার পাঁচ নম্বরে নাম রয়েছে সুদামা । তিনি PH ক্যাটেগরির প্রার্থী । তাঁর বাবার নাম লেখা রয়েছে কৃষ্ণ । তালিকার 9931 ও 9932 ব়্যাঙ্কে নাম রয়েছে সানি লিওনের ।

সম্পর্কিত খবর