বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন (Sunny Leone)। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও।
তবে এখন বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনও কাজ নেই সানির। কারন বাইরে চলছে করোনা আতঙ্ক। মানুষ যাতে সামাজিক দূরত্ব মেনে চলে তার জন্য গোটা দেশেই ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে সবই। তাই তারকারাও ঘরে বসে বুঁদ হয়েছেন পুরোনো স্মৃতিচারনে।
তবে সানি সম্পূর্ণ আলাদা ভাবেই কাটাচ্ছেন এই কোয়ারান্টাইনের সময়টা। সম্প্রতি ‘লকড আপ উইথ সানি’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন তিনি। বিভিন্ন তারকার সঙ্গে লাইভ চ্যাট করেন তিনি ওই শোয়ে। সেই সঙ্গে নিত্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি।
https://www.instagram.com/p/B-g63qYjGNx/?igshid=nazowxmbbstu
সম্প্রতি এমনই আরেকটি ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের একটি বিকিনি পরে সমুদ্রসৈকতে বসে রয়েছেন সানি। একটি নতুন সিরিজের জন্যই এই ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি জানিয়েছেন, আজ লকড আপ উইথ সানি অনুষ্ঠানে তাঁর অতিথি ছিলেন তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানি ও মনীশা রত্নানি। সেই সঙ্গে আগামীবার কোন তারকাকে এই অনুষ্ঠানে চান শ্রোতারা সেই প্রশ্নও রেখেছেন তিনি। বলা বাহুল্য পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সানির এই ছবি। মাত্র ৪৫ মিনিটের মধ্যেই ৪ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।