বাংলাহান্ট ডেস্ক: বলিউড পেরিয়ে ঢালিউডেও ছড়াতে চলেছিল সানি লিওন (sunny leone) ম্যাজিক। বাংলাদেশের একটি ফিল্মে আইটেম সং করার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী। শুটিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ছবি থেকেই বাদ পড়ে গেল সানির আইটেম সং।
‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম সং এ নাচ করেছিলেন সানি। কিন্তু ছবিতে বাদ দিতে হয়েছে সেই অংশটি। কারণ? যেটা জানা যাচ্ছে, বাংলাদেশ সরকারের আইনে রয়েছে সরকারের পূর্ব অনুমতি ছাড়া বিদেশি শিল্পীরা বাংলাদেশি ছবিতে অভিনয় করতে পারবেন না। কিন্তু পরিচালকরা অনুমতি না নিয়েই শুটিং করিয়েছিলেন সানিকে দিয়ে। ফলতঃ সেন্সর বোর্ডে আর সানির নাচের অংশটি জমাই দেওয়া হয়নি।
এ বিষয়ে বিক্ষোভের পরিচালক শামীম আহমেদ রনির সাফাই, হঠাৎ করেই তখন সানি লিওনের শিডিউল পেয়েছিলেন তাঁরা। তাই তাড়াহুড়ো করেই শুটিং করতে হয়েছিল। নয়তো অভিনেতা রাহুল দেবের শিডিউলও পেতেন না তাঁরা। সে সময় তাড়াহুড়ো করে শুটিং করে নিয়েছিলেন। ভেবেছিলেন পরে বাংলাদেশে ফিরে তারপর অনুমতি নেবেন। কিন্তু তাও আর হয়ে ওঠেনি। অগত্যা সরকারি নিয়ম মেনে বাদ দিতে হয়েছে অংশটি।
তবে ছবির পরিচালক শামীম আহমেদ আশ্বাস দিয়েছেন, ছবির প্রযোজনা সংস্থার ভারতেও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নামে একটি শাখা রয়েছে। শীঘ্রই এই সংস্থার ব্যানারে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন অঙ্কুশ। তাঁর ছবিতেই সানি লিওনের আইটেম সংটি রাখা হবে বলে জানিয়েছেন পরিচালক। ‘বেবি ডল বেবি ডল’ নামে গানটিতে সানির সঙ্গে দেখা গিয়েছে রাহুল দেব ও শান্ত খানকে।
কিছুদিন আগেই স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’র গ্র্যান্ড ফিনালেতে এসে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল সানিকে। তাঁর সঙ্গে গানের তালে পা মিলিয়েছিলেন দেব। এছাড়া বলিউডেও বেশ ব্যস্ত শিডিউল অভিনেত্রীর। ‘অনামিকা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এছাড়াও শোয়ের প্রযোজনাও করছেন।