কেবল আশুতোষ নয় বাংলার আরো কয়েকটি কলেজে পর্ন তারকাদের ছড়াছড়ি, মেধা তালিকায় নাম সানি-মিয়া- জনি সিন্সের!

বাংলাহান্ট ডেস্ক: আশুতোষ কলেজের (ashutosh college) পর এবার বজবজ কলেজ (budge budge college) ও বারাসত গভর্নমেন্ট কলেজেও (barasat govt college) দেখা গেল সানি লিওনের (sunny leone) জয়জয়কার। এখানেও সদ‍্য প্রকাশিত মেধা তালিকা (merit list) আলো করে বসে রয়েছেন সানি। বারাসত গভর্নমেন্ট কলেজে আবার সানি একা নন, নাম রয়েছে পর্ন তারকা মিয়া খলিফা, ড‍্যানি ড‍্যানিয়েলস, জনি সিন্সেরও!

আশুতোষ কলেজের মেধা তালিকায় সানির নাম ছিল একেবারে প্রথমে। বেস্ট অফ ফোর অর্থাৎ চারটি বিষয়েই একশোয় একশো পেয়েছিলেন তিনি। কিন্তু বজবজ কলেজে সানির ভাগ‍্যে শিকে ছেঁড়েনি। এখানেও মেধা তালিকায় তাঁর নাম রয়েছে বটে, কিন্তু ১৫১ নম্বরে।

এই বিষয়ে বজবজ কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক তমাল বন্দ‍্যোপাধ‍্যায় জানান, কলেজে ভর্তির প্রক্রিয়ার দেখাশোনা করতেন অধ‍্যক্ষ দেবযানী দত্ত। কিন্তু এই ঘটনার পর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

sunny leone in kalki scarlet red ruffle saree and embellished silver crop top 1অপরদিকে বারাসত গভর্নমেন্ট কলেজের মেধা তালিকায় রীতিমতো পর্ন তারকাদের মেলা বসেছে। সানি লিওন, মিয়া খলিফা, ড‍্যানি ড‍্যানিয়েলস, জনি সিন্স কে নেই সেখানে! ইংরেজি অনার্সের মেধা তালিকার শীর্ষে রয়েছেন ড‍্যানি ড‍্যানিয়েলস। তারপর পর্যায়ক্রমে মিয়া খলিফা, সানি লিওন ও জনি সিন্স।

IMG 20200829 WA0001

পরপর কলেজগুলির এমন ভুল দেখে সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের ধুম পড়েছে। ইতিমধ‍্যেই সানি লিওনও টুইট করেছেন আশুতোশ কলেজের এই কাণ্ড নিয়ে। সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করেছেন সানি লিওন। সেখানে মজা করে তিনি লিখেছেন, ‘আগামী সেমিস্টারে কলেজে দেখা হচ্ছে। আশা করি আমরা একই ক্লাসে থাকব।’ সঙ্গে দুটো দুষ্টুমি ভরা ইমোজি। আশুতোষ কলেজের এমন অভিনব ব‍্যাপার যে তাঁর কানেও গিয়েছে এই টুইটই তাঁর প্রমাণ বলে মনে করছেন নেটিজেনরা। সানির এই টুইট ঘিরে ফের হাসি মশকরা শুরু হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

‘ভুয়ো’ সানি লিওনের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছে আশুতোষ কলেজ। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় মামলা দায়ের করে তদন্তের আর্জি জানানো হয়েছে বলে খবর। আশুতোষ কলেজের ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার মেধা তালিকায় প্রথম স্থানে দেখা যায় সানি লিওনের নাম।

বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, এবার করোনা পরিস্থিতির জন‍্য অনলাইনেই কলেজে ভর্তির আবেদনপত্র জমা পড়েছে। সেই সুযোগে বহু ভুয়ো আবেদনও এসেছে। সানি লিওনের বিষয়টিও তেমনই বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ‍্যেই ওই ভুয়ো আবেদনকারীর ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস তুলে দেওয়া হয়েছে লালবাজারের হাতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর