থাই হাই স্লিট, বডিহাগিং পোশাকে ‘বোল্ড’ সানি, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: নীল ছবির দুনিয়া ছেড়ে অনেক আগেই বলিউডে প্রবেশ করেছেন সানি লিওন। প্রথম ছবি ‘জিসম টু’তেই সিনেপ্রেমীদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তারপর একে একে আরও ছবি, আইটেম গান, রিয়েলিটি শো সবেতেই নিজের ‘জলবা’ দেখিয়েছেন তিনি। বলিউডে তিনি পরিচিত বেবি ডল নামে। বছর ৩৮এর এই সেক্সি সুন্দরীর ফিগার ও ত্বকের জেল্লা সবার কাছেই রীতিমতো ঈর্ষার বিষয়। কিন্তু তাঁর ব্যস্ত শিডিউল ও কাজের জন্য ত্বকের যত্ন নেওয়া বেশ কঠিন ব্যাপার।

Sunny Leone2

নিজের কেরিয়ার সামলানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন সানি। মাঝে মাঝেই নানান ফটোশুটের ছবি শেয়ার করেন তিনি। সম্প্রতি এমনই আরেকটি ফটোশুট করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে দেখা গিয়েছে, সিলভার রঙের একটি বডিহাগিং পোশাকে। বলিউডের সাম্প্রতিক ট্রেন্ড মেনে সানিও পরেছিলেন থাই হাই স্লিট পোশাক। সঙ্গে মানানসই হালকা মেকআপ ও হীরের গয়না। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ফটোশুটের ছবি শেয়ার করেছেন সানি। সঙ্গে ক্যাপশনে নিজের মেকআপ আর্টিস্ট ও পোশাক, গয়নার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “Outfit @kreshabajajofficial jewelry @adiaraqueenjewelry @ayanasilverjewellery styled by @hitendrakapopara Assisted by @sameerkatariya92 @shiks_gupta25 HMU @jeetihairstylist @devinanarangbeauty
Shot by @sjframes”।

https://www.instagram.com/p/B83DuOZBq_W/

প্রসঙ্গত, একটি অ্যাওয়ার্ড শোয়ের জন্যই এই সাজ ছিল সানির। সেই ছবিও আগেই শেয়ার করেছিলেন তিনি। কিছুদিন আগে তারকা ফটোগ্রাফার ডাবু রত্নানির জন্যও ফটোশুট করেছিলেন তিনি। প্রায় নগ্ন অবস্থায় শুধুমাত্র একটি বইয়ের আড়াল নিয়ে ফটোশুট করেছিলেন সানি। ভাইরাল হয়েছিল সেই ছবিও।

https://www.instagram.com/p/B8y7g8ehxFs/

এই ছবির জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে সানিকে। অনেকেই নানা কুরুচিকর মন্তব্য করেছেন সানির ছবি সম্পর্কে। তাঁদের মতে এমন ভাবে ছবি তোলার সিদ্ধান্ত কীভাবে নিলেন সানি! উপরন্তু এটা ভারতীয় সংস্কৃতির পরিপন্থীও বলে মন্তব্য করেছেন অনেকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর