বাড়ি বসেই ওয়ার্ক আউট করুন সানি লিওনের সঙ্গে! রইল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সানি লিওন (Sunny Leone) সবসময়েই একটু হটকে। বাকি তারকারা যখন গৃহবন্দি হয়ে কেউ রান্না করছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ আবার বাড়ির মধ‍্যেই ফটোশুট (photoshoot) ক‍রতে শুরু করে দিয়েছেন তখন দু দুটি নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B-4FsiZjLc4/?igshid=synsx071frvp

একদিকে বাড়ি বসেই শুরু করেছেন নিজের নতুন শো লকড আপ উইথ সানি এবং অন‍্যদিকে সোশ‍্যাল মিডিয়ায় শুরু করেছেন একটি নতুন ফটোশুটের সিরিজ ১২ ডেজ অফ সামার। আর বলা বাহুল‍্য দুটোই রীতিমতো সুপারহিট।

https://www.instagram.com/p/B-9O0sQDu45/?igshid=1cendukgcm401

আর এবারে প্রকাশ‍্যে এল সানির একটি নতুন ওয়ার্কআউট ভিডিও। ভিডিওতে হিন্দি গানের তালে তালে ওয়ার্ক আউট করতে দেখা গিয়েছে সানিকে। ভিডিওতে গানের ম‍্যাশ আপ করেছেন ডিজে রিঙ্ক। টাইমস মিউজিক নিবেদিত এই ভিডিওতে বেশ প্রাণোচ্ছল ভঙ্গিতে ধরা দিয়েছেন সানি লিওন।

https://www.instagram.com/p/B_EqMJiDIzh/?igshid=6bnvga3y3l7m

এই লকডাউনে বাড়ি বসে শরীরচর্চা করার জন‍্য এই ভিডিও বেশ কাজে আসবে বলেই মত নেটিজেনদের। ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

https://www.instagram.com/p/B_CYS7mjZ1C/?igshid=104chfuo5zpez

প্রসঙ্গত, সম্প্রতি অনুরাগী তথা দর্শকদের জন‍্য একটি ভিডিও বার্তা নিয়ে এসেছিলেন অভিনেত্রী। নিজের কয়েকটি সিগনেচার নাচের মুভস দেখান তিনি। দেখে মনে হবে কখনও তিনি রুটি করছেন আবার কখনও জিলিপি ভাঁজছেন। এই নাচের স্টেপগুলো এবার দর্শকদের করে দেখানোর চ‍্যালেঞ্জ দিয়েছেন তিনি। সেইসব ভিডিওই তাঁর লকড আপ উইথ সানির অ্যাকাউন্টে শেয়ার করা হবে। একেক দিন একেক তারকাকে যোগ দিতে দেখা যায় সানির শোতে।

তবেএবার বিভিন্ন তারকার সঙ্গে এই শোয়ে লাইভ চ‍্যাট করেন সানি। সেই সঙ্গে নিত‍্যনতুন ফটোশুটের ছবি শেয়ার তো রয়েছেই। আগেকার ফটোশুটেরই অদেখা ছবি এখন শেয়ার করছেন সানি। সেই সব ছবিই তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X