‘অর্জুন পটিয়ালা’ ছবিটি ২৬ শে জুলাই মুক্তি পেয়েছে। সেই সিনেমাতে একটা সিনে দেখা গিয়েছে, অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে একটি ফোন নম্বর দিচ্ছেন সানি। সেই ফোন নাম্বার ভাইরাল হয়ে যায়। সেই ফোন নাম্বারে সানি লিওনের সঙ্গে যোগাযোগ করার জন্য ভক্তরা ফোন করেন।
গত ২৪ ঘণ্টায় গুগলকে এই প্রশ্ন করেছেন, সানি লিওনির ফোন নম্বর। এই ফোন নম্বরের খোঁজ এত বেশি হয়েছে, যে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেই অভিযোগ সানি করেননি, করেছেন দিল্লির এক ব্যক্তি।
আসলে এই ফোন নম্বরটি ওই নম্বর দিল্লির বাসিন্দা ও ব্যবসায়ী পুনীত আগরওয়ালের।দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি এই অশালীন মেসেজ ও ফোন কলের জেরে বিরক্ত হয়ে যাচ্ছেন। ফোন নম্বরটি যে সক্রিয়, তা জানতেন না ‘অর্জুন পাটিয়ালা’র নির্মাতারা।
সানি ওই ব্যক্তির কাছে ক্ষমাও চেয়েছেন। Zoom TV-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন, “দুঃখিত…সত্যিই চাইনি আপনার সঙ্গে এমন হোক। নিশ্চয়ই কিছু মজাদার ফোনকল পেয়েছেন”।