fbpx
টাইমলাইনবিনোদন

পরিচালকের গুলিতেই লুটিয়ে পড়লেন সানি লিওন!

বাংলা হান্ট ডেস্ক : সানি লিওনিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালালেন এই পরিচালক।জানা যাচ্ছে পরিচালক দেব গিলের কোকোকলা ছবিতে অভিনয় করছেন সানি।তারই শ্যুটিং সেট বসেছে উত্তরপ্রদেশে। সেখানেই একটি দৃশ্যের ডেমো দেখাতে গিয়ে তিনি সানির দিকে গুলি ছোঁড়েন আর সানিও তাকে খানিক ভয় পাওয়াতে কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে পড়ে যান।

প্রসঙ্গত দেবের ক্রিউ সদস্যরা সানি উঠছে না দেখে ভয় পেয়ে ছুটে গেলে সানি মজা করে হেসে ওঠেন। সেই ভিডিয়ো সানি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামেও। কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন পরিচালকও।

পাশাপাশি সানির এই ভিডিয়ো দেখে আতঙ্কিত ভক্তরা। তাঁরা সকলেই সানিকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। এসবের ফলে তাঁর ক্ষতি হতে পারে এমন কথাও অনেকে বলেছেন।

Back to top button
Close
Close