বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার রাতে আরও একটি উত্তেজক ম্যাচ। জস বাটলারের ৯৫, সঞ্জু স্যামসনের ঝোড়ো ৬৬ রানের ইনিংসের পাল্টা সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মার অর্ধশতরান, রাহুল ত্রিপাঠির ৪৭ রানের পর গ্লেন ফিলিপ্সের ৭ বলে ২৫ রানের ঝড় ও আব্দুল সামাদের ৭ বলে ১৭* রানের দুর্দান্ত ইনিংসে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জয় পেল হায়দরাবাদ। এই জয়ের ফলে চলতি আইপিএলে এখনও টিকে রইলো অরেঞ্জ আর্মি।
কিন্তু এই ম্যাচ দেখার পর ক্রিকেটপ্রেমীদের মনে আবারও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একটা ম্যাচ কি সত্যি সত্যিই এতটা উত্তেজক হতে পারে। সন্দীপ শর্মা একজন অভিজ্ঞ বোলার। প্রায় দশ বছর ধরে খেলছেন আইপিএলের মঞ্চে। তিনি ম্যাচের শেষ ডেলিভারিটি নো বল করবেন? আর তার পরের ফ্রি হিট থেকে ছক্কা খেয়ে ম্যাচ হারাবেন! এমনটা কি সত্যি মানা যায়?
তবে অনেকেই এসব ব্যাপারের ওপর গুরুত্ব দিতে চাইছেন না। দুর্দান্ত ম্যাচ দেখতে পেয়ে খুশি বেশিরভাগ ক্রিকেট প্রেমীরাই। অনেকেই বলছেন এই আইপিএলের গুণগত মান এতটাই উন্নত যে সেটা লোকের মনে প্রশ্ন তুলে দিচ্ছে যে এই ম্যাচগুলি স্বচ্ছ ভাবে হচ্ছে না।