বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের গত ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল রাজস্থান-হায়দ্রাবাদ দুই দলই, তাই সোমবার ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দুই শিবিরই। এদিন টসে জিতে দুবাইতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুটা ততখানি ভালো হয়নি রাজস্থানের জন্য। শুরুতেই মাত্র ৬ রানের মাথায় ইভেন লুইসকে সাজঘরে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তবে এরপর ম্যাচের হাল ধরেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন।
গতদিনের সুন্দর ফর্ম এদিনও ধরে রেখেছিলেন সঞ্জু, যদিও ৩৬ রানের মাথায় যশস্বী ফিরতেই গত দিনের মতোই ফের একবার একা পড়ে যান তিনি। এদিনও ফের ব্যর্থ হন লিয়াম লিভিংস্টোন। শেষ পর্যন্ত লোমরোরের ২৯ সঞ্জু স্যামসনের ৫৭ বলে সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে গড়ে তোলা ৮২ রানের ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রাজস্থান। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন সিদ্ধার্থ কল। একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর, রশিদ এবং সন্দীপ।
জবাবে ব্যাট করতে নেমে মারমুখী ফর্মে থাকা জেসন রয়ের দৌলতে শুরুতেই রাজস্থানকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছিল হায়দ্রাবাদ। যদিও সতীর্থ ওপেনার ঋদ্ধিমান সাহা আজও তাকে বিশেষ সাহায্য করতে পারেননি। তবে আজ জেসনের সঙ্গে হাল ধরেন ক্যাপ্টেন উইলিয়ামসন। অবশ্য ৪২ বলে ৬০ রানের মারমুখী ইনিংস খেলার পর চেতন সাকারিয়ার বলে প্যাভিলিয়নে ফিরতে হয় জেসন রয়কে। এরপর তরুণ প্রিয়মকেও দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে দেন মোস্তাফিজুর।
48 runs off 33 balls. A superb partnership between these two to take the team home 💪#SRHvRR #OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/zeIv2vO2b7
— SunRisers Hyderabad (@SunRisers) September 27, 2021
তবে অন্যদিকে উইকেট পতন আজ টলাতে পারেনি উইলিয়ামসনকে। তরুণ অভিষেক শর্মাকে সাথে নিয়ে আজ লড়াই চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত পাঁচটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তার অধিনায়কোচিত অর্ধশত রান (৫১) এবং অভিষেক শর্মার অপরাজিত ২১ রানের দৌলতে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ।