উড়িষ্যা আর বাংলায় ধ্বংসলীলা চালানোর পর এই রাজ্য গুলোর দিকে এগিয়ে যাবে সুপার সাইক্লোন আমফান!

বাংলা হান্ট ডেস্কঃ সুপারসাইক্লোন আমফান (Super Cyclone Amphan) এখন উড়িষ্যায় (Odisha) আছড়ে পড়েছে। উড়িষ্যার আলাদা আলাদা জেলায় আজ সকাল থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। এমনকি বাংলার (West Bengal) অনেক জেলাতেও ঝোড়ো হাওয়ার সাথে সাথে নিম্নচাপ দেখা দিয়েছে। এনডিআরএফ সমেত অন্য এজেন্সি গুলোর তরফ থেকে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গুলো থেকে মানুষকে সরানোর কাজ দ্রুত গতিতে চলছে।

IMG 20200520 090008

আবহাওয়া দফতর অনুযায়ী, যেই সময় এই সুপার সাইক্লোন আমফান উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে, তখন তাঁর গতি থাকবে ২০০ কিমি প্রতি ঘণ্টা।

আপনাদের জানিয়ে দিই, সুপার সাইক্লোন আমফান আজ বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন সমেত বিভিন্ন জায়গায় আছড়ে পড়বে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ঝড়ের সাথে মোকাবিলার জন্য উচিৎ পদক্ষেপ নিচ্ছেন। উনি গতকাল সারারাত নবান্নে বসে আমফান এর গতিবিধি নিয়ে খবরাখবর নেন।

শোনা যাচ্ছে যে, উড়িষ্যা আর বাংলায় ধ্বংসলীলা চালিয়ে এই ভারতের আরও কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও বাংলাদেশে এই ঝড় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

উড়িষ্যাঃ জগতসিংহপুর, জাজপুর, পুরী, কটক, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ আর খারেডার বেশ কয়েকটি এলাকায় ঝোড়া হাওয়ার সাথে বৃষ্টি হবে। আমফানের বর্ধিত শক্তি দেখে বালাসোর-ময়ূরভঞ্জ-জাজপুর এর মতো জেলা গুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গঃ দীঘা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা আর পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়াও আমফান নিয়ে কলকাতা, হাওড়া, হুগলি এবং আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি ক্রয়া হয়েছে।

সিকিমঃ এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গ হলেও মালদা আর দিনাজপুর হয়ে এই ঝড় সিকিমের দিকে এগিয়ে যাবে। আর এই জন্য সিকিমেও হাই অ্যালার্ট জারি হয়েছে।

অসম আর মেঘালয়ঃ আইএমডি অনুমান করে বলেছে যে, সিকিমে ২১ মে ভারি বৃষ্টি হবে। ২১ মে এই ঘূর্ণিঝড় অসম আর মেঘালয়েও নিজের দাপট দেখাতে পারে।

Koushik Dutta

সম্পর্কিত খবর