সুপারম্যান রাহুল, হাওয়ার মধ্যে উড়ে বাঁচিয়ে দিলেন নিশ্চিত ছয়, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয় ভারতকে। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। বলা ভালো শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় নেমে আসে টিম ইন্ডিয়ার। শ্রেয়স আইআর ছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান কার্যত দাঁড়াতেই পারেন নি ইংরেজ বোলারদের সামনে। নির্ধারিত 20 ওভার শেষে সাত উইকেট হারিয়ে 124 রান করে ভারত।

https://twitter.com/pranjal__one8/status/1370400647820943364?s=20

জবাবে ব্যাট করতে নেমে হাতে আট উইকেট রেখে 27 বল আগেই ম্যাচ জিতিয়ে দেন ইংরেজ ব্যাটসম্যানরা। এই দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ভারত ওপেনার রোহিত শর্মাকে। যার ফলে ওপেনিংয়ে দেখা গিয়েছিল কে এল রাহুল এবং শিখর ধাওয়ানকে। দুই ওপেনারই ব্যাট হাতে ব্যর্থ হন। চার বলে মাত্র 1 রান করে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান দলের নির্ভরযোগ্য ওপেনার কে এল রাহুল। যার ফলে শুরুতেই ধাক্কা লাগে ভারতীয় শিবিরে।

https://twitter.com/pranjal__one8/status/1370400647820943364?s=20

https://twitter.com/pranjal__one8/status/1370400647820943364?s=20

তবে এইদিন ব্যাট হাতে ব্যর্থ হলেও দুর্দান্ত ফিল্ডিং করতে দেখা যায় কে এল রাহুলকে। এইদিন ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন ভারতীয় স্পিনার অক্ষর অক্ষর, সেই ওভারের প্রথম বলেই জোরদার শট খেলেন জোস বাটলার। বাটলারের সেই বল বাউন্ডারির বাইরে চলেই যাচ্ছিল, সেই সময় হওয়ার মধ্যে নিজের শরীর ছুড়ে দুর্দান্তভাবে নির্ঘাত ছয় বাঁচিয়ে দেন রাহুল। হওয়ার মধ্যে শরীর ভাসিয়ে এই বলটিকে বাউন্ডারির ভেতরে ছুড়ে দেন কে এল রাহুল। সেই বলে মাত্র দুই রান নিতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড। আর এই ফিল্ডিং করে রাহুল স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেট ভক্তদের মন জয় করে নেয়। রাহুলের সেই ফিল্ডিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন নেট মাধ্যমে।

https://twitter.com/pranjal__one8/status/1370400647820943364?s=20


Udayan Biswas

সম্পর্কিত খবর