খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে মহাশক্তিশালী রোমিয়ো হেলিকপ্টার, আমেরিকান কোম্পানি প্রকাশ করল প্রথম ছবি

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবার ভারতীয় নৌসেনা (indian nevy) দিবসে প্রকাশ্যে এল রোমিয়ো হেলিকপ্টারের প্রথম ছবি। এমএইচ-৬০ রোমিয়ো হেলিকপ্টারের (mh 60 romeo helicopter) ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয় নৌসেনার মধ্যে উত্তেজনা তুঙ্গে। আমেরিকান ডিফেন্স মেজর লোকহিড মার্টিন ভারতের এই শক্তিশালী যুদ্ধযানের ছবি শেয়ার করে, সকলের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলল।

বর্তমান সময়ে একদিকে কাশ্মীর এলাকায় পাকিস্তানী আতঙ্কবাদীদের অনুপ্রবেশ, অন্যদিকে লাদাখ সীমান্ত এলাকায় চীনের জমি অধিগ্রহণ সব মিলিয়ে ভারত কিছুটা চাপে রয়েছে। তবে চাপে থাকলেও, সীমান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে সেনা মোতায়েন রেখেছে ভারত সরকার। সেইসঙ্গে সীমান্ত সেনাদের সুরক্ষিত রাখার জন্য করা হয়েছে সবরকম ব্যবস্থাও। শত্রুর সঙ্গে মোকাবিলা করার জন্য ভারত অবিরত নিজের শক্তি বৃদ্ধি করে চলেছে।

একাধিক ক্ষমতা সম্পন্ন এই এমএইচ-৬০ রোমিয়ো হেলিকপ্টার
নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে এবার আরও এক শক্তিশালী যুদ্ধযান আসতে চলেছে ভারতীয় নৌবাহিনীতে। এমএইচ-৬০ রোমিয়ো হেলিকপ্টার, আমেরিকার সংস্থার লোকহিড মার্টিনের নির্মিত এই যুদ্ধযান গভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ শুধুমাত্র চিহ্নিত করাই নয়, সঙ্গে সঙ্গে ধূলিস্মাত করে দিতেও সক্ষম। সেইসঙ্গে সমুদ্রে তল্লাশি, নজরদারি এমনকি উদ্ধারকার্যেও সমান ভাবে দক্ষ এই যুদ্ধযান। যা শত্রুর ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

আমেরিকার সঙ্গে এই যুদ্ধযান কেনার চুক্তি করেছে ভারত
বর্তমান সময়ের অত্যন্ত আধুনিক মানের হেলিকপ্টার হল রোমিয়ো এমএইচ-৬০ হেলিকপ্টার। এই হেলিকপ্টারের একটি বৃহত গুণ হল, এটিকে ক্রুজারস, এয়ারক্র্যাফ্ট এমনকি ডেস্ট্রয়ারস থেকেও সমানভাবে অপারেট করা সম্ভব হবে। ভারত আমেরিকার সঙ্গে এই যুদ্ধ হেলিকপ্টার কেনার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে। ২৪ টি এমএইচ-৬০ প্রায় ৬ বিলিয়ন ডলার দিয়ে কেনার চুক্তি করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর