বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ কয়েক বছর ধরে অযোধ্যা মামলা চলছে সুপ্রিম কোর্টে। অযোধ্যায় জন্মেছিলেন রাম, মসজিদের আগে তৈরি হয়েছিল রামমন্দির এমনই দাবি ছিল হিন্দু দের অন্যদিকে অযোধ্যায় রাম মন্দিরের আগে তৈরি হয়েছিল মুসলিমদের মসজিদ, দাবি মুসলিম সম্প্রদায়ের। আর এই নিয়েই আদালতে মামলা চলছে। কিন্তু মামলার নিষ্পত্তি কিছুতেই হচ্ছে না। দুপক্ষের বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তে আসার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে তরফ থেকে। কিন্তু তা মেনে নেয়নি কেউই। তবে 18 অক্টোবর তারিখে মামলার নিষ্পত্তির ডেডলাইন দেওয়া হয়েছে।
অযোধ্যা মামলার শুনানি ছিল। আর সেই শুনানিতেই অযোধ্যায় রামচন্দ্রের জন্মস্থান স্বীকার করে নিয়েছে মুসলিমরা। তাই সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে চবুতরাকে তাঁরা রামের জন্মভূমি হিসেবেই মেনে নিয়েছে। এমনকি প্রমান হিসেবে তাঁরা ১৮৮৫ সালে ফৈজাবাদ জেলা বিচারকের পর্যবেক্ষণও তুলে ধরেছেন।
আইনজীবি জিলানি বলেছেন, জায়য়গাটা আগে তাঁদের থাকলেও জেলা পর্যবেক্ষেক জায়গাটিকে ধর্মীয় বিশ্বাস বলে মানতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আবার, বিচারপতি এস বোবদে এই বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন ভগবান রামের অযোধ্যায় জন্মস্থান নিয়ে তাঁর আপত্তি আছে কি না। যদিও তার উত্তরে গিলানি বলেন, ‘এটা নিয়ে কোনও বিতর্কই নেই’।
উল্লেখ্য, আগামী 18 অক্টোবর তারিখের মধ্যে অযোধ্যা মামলার শুনানি নিষ্পত্তি করতে চাইছে সুপ্রিম কোর্ট। কারণ, নভেম্বরে এই মামলার রায় দিয়েই বিচারপতি রঞ্জন গগৈ অবসর নেবেন বলে খবর। উল্লেখ্য, 1992 সালের 6 ডিসেম্বর তারিখে অযোধ্যায় বাবরি মসজিদকে ঘিরে হিন্দু-মুসলমান দাঙ্গা শুরু হয়। এবার সেই সমস্যার সমাধানও চাইছে সুপ্রিম কোর্ট।