২৬ হাজার চাকরি বাতিলের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! নতুন করে ২৩০০ শিক্ষক নিয়োগের পথে রাজ্য

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম (Supreme Court) নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর রাজ্যজুড়ে তৈরী হয়েছে তুমুল বিতর্ক। এরই মাঝে আরও এক বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ে প্রথমে স্থগিতাদেশ দিলেও এই মামলায় এবার বড় পদক্ষেপ নিল আদালত। সূত্রের খবর ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেনি, সুপ্রিম কোর্টের নির্দেশে এবার তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন। জানা যাচ্ছে এবার রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে মোট ২৩০০ জনের নিয়োগ হবে।

সুপ্রিম (Supreme Court) নির্দেশে ২৩০০ শিক্ষক নিয়োগের পথে বাংলা

প্রসঙ্গত ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০২০-২০২২ শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা। ওই মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মামলাকারীদের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে। আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দিতে বলে।

আরও পড়ুন: ‘যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব’, ‘সাড়ে ৫,৬ হাজার..,’ মমতাকে চ্যালেঞ্জ প্রাক্তন বিচারপতি অভিজিতের

অন্যদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০২০ সালের আগের প্রশিক্ষিতরা। ট্রেনিং শেষ না করে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়ার বিরোধিতা করেন তাঁরা। এরপর হাইকোর্ট থেকে ওই মামলা ওঠে সুপ্রিম কোর্টে (Supreme Court)। টেটে অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ২০২০-২২ সালের প্রশিক্ষরণরতরা। প্রথমে ওই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ  দিলেও । আজ ওই মামলাতেই এদিন বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ জানিয়েছে , ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেননি, চাকরিতে এবার সুযোগ পাবেন তাঁরাও ।

প্রসঙ্গত গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে একধাক্কায় চাকরি বাতিল হয়েছে রাজ্যের ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীদের। কলকাতা হাইকোর্টের নিদেশ বহাল রেখেই ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। বিগত একবছর ধরে দফায় দফায় শুনানি চলার পরেও এই মামলায় যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের আলাদা করা যায়নি। যার ফলে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের সাথে চাকরি হারিয়েছেন যোগ্য চাকরিপ্রাপকরাও। এরইমাঝে আজ আরও এক বড় সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। জানা যাচ্ছে ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যাঁরা ডিএলএড পাশ করেননি, সুপ্রিম নির্দেশে এবার তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X