বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। তাঁদের মধ্যে কেউ বর্তমানে জামিনে মুক্ত, কেউ আবার জেলবন্দি। এদিকে এখনও দুর্নীতির শিকড় খুঁজছে সিবিআই (CBI)। এই আবহে সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কোর্ট নোটিশ।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নয়া মোড়?
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, যে সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে, সেই সময় এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সুবীরেশ।
চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশ প্রধান ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ। এবার তাঁর জামিনের আবেদনের ক্ষেত্রে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সঞ্জয় করোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছেন।
আরও পড়ুনঃ চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে গাফিলতি করছে রাজ্য! তুলোধোনা হাইকোর্টের
জানা যাচ্ছে, এদিন সুবীরেশের আইনজীবীরা বিচারপতি সুন্দরেশ ও বিচারপতি করোলের বেঞ্চে যুক্তি দেন, বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি অভিযুক্ত। অন্য অভিযুক্তরা জামিন পেলেও জেলমুক্তি হয় এসএসসির (SSC) প্রাক্তন চেয়ারম্যানের। এরপরেই সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৪ এপ্রিল।
উল্লেখ্য, এর আগে সিবিআইয়ের তরফ থেকে আলিপুর আদালতে দাবি করা হয়, এসএসসির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত সুবীরেশ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসানো হয়েছিল তাঁকে। গ্রেফতারির সময় দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন। সেই সঙ্গেই শহর কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ, রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক এবং নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতিও ছিলেন।