বাংলা হান্ট ডেস্ক : আধার কার্ড (Aadhaar Card) নিয়ে এবার সামনে এল এক বড় আপডেট। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে আধার কার্ড (Aadhaar Card) কখনই ভারতীয় নাগরিকত্বের পরিচযপত্র হতে পারে না। আর এবার, জানা গেল আধার কার্ডের (Aadhaar Card) বয়স-ও প্রমাণ পত্র হিসেবে ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায়কে বাতিল করে এই কথাই ঘোষণা করেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। যার ফলে এবার স্পষ্ট হয়ে গেল কোন ব্যক্তির বয়স নির্ধারণের ক্ষেত্রে আধার কার্ডের (Aadhaar Card) তথ্যই শেষ কথা নয়।
আধার কার্ড (Aadhaar Card) আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের বড় ঘোষণা
এদিন আদালতের তরফে পরিষ্কার জানানো হয়েছে স্কুল লিভিং সার্টিফিকেটে উল্লেখ থাকা বয়সই হল আসল। অর্থাৎ এই সার্টিফিকেট টিকেই প্রাধান্য দেওয়া হবে সর্বক্ষেত্রে। আসলে সম্প্রতি পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের মামলার রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি বিমা সংস্থা। পুরনো সেই গাড়ি দুর্ঘটনার মামলায় আধার কার্ডে উল্লেখ থাকা বয়সের ভিত্তিতেই পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট বীমা সংস্থাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল।
সেসময় আধারে উল্লেখ থাকা বয়সকেই প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করে মৃত ব্যক্তির বয়স ৪৭ ধরা হয়েছিল। যার ফলে বিমা সংস্থাকে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হয়েছিল। কিন্তু হাইকোর্টের এই মামলার রায়কে চ্যালেঞ্জ করেই বীমা সংস্থাটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তখন সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে স্পষ্ট জানিয়ে দেয় আধার কার্ডের বয়সই আসল বয়স নয়। অর্থাৎ এই বয়সকে প্রামাণ্য নথি হিসেবে ধরা যাবে না।
আরও পড়ুন : মাস গেলে ৮০০ টাকা, কালীপুজোর আগেই বিরাট ধামাকা! আসছে আরও এক বাম্পার প্রকল্প
এপ্রসঙ্গে এদিন আদালত কিশোর বিচার আইন ২০১৫-এর ৯৪ ধারার উদ্ধৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে কারও বয়স নির্ধারণের ক্ষেত্রে স্কুলের শংসাপত্রে উল্লেখিত জন্ম তারিখই গ্রহণযোগ্য হতে হবে। সেইসাথে স্পষ্ট জানানো হয়েছে ভারতের স্বতন্ত্র সনাক্তকরণ কর্তৃপক্ষ (UDAI) ২০১৮ সালের একটি নির্দেশনামায় জানিয়েছিল যে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণযোগ্য হলেও জন্মতারিখ প্রমাণের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
এর ফলে স্কুল সার্টিফিকেট অনুযায়ী দেখা যায় ওই মৃত ব্যক্তির বয়স ছিল ৪৫। যা বিমাসংস্থার ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এদিন হাইকোর্টের রায় বাতিল করে দিয়েই সুপ্রিম কোর্টের স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যাবে তবে তা কখনও জন্মের প্রমাণপত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। শুধু তাই নয় ইতিপূর্বে আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয় বলেও স্পষ্ট জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এমন কি সরকার কাওকে আধার কার্ড তৈরি করতে বাধ্য করতে পারে না বলেও নির্দেশ দিয়েছিলে শীর্ষ আদালত।