সরকারি কর্মীদের পক্ষে বিরাট রায়! হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের নির্দেশ খারিজ করে বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। উত্তরপ্রদেশের (Uttarpradesh) সরকারি কর্তা-কর্মীদের সরকারি হাসপাতালেই চিকিৎসা করাতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (High Court)। উচ্চ আদালতের সেই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ খারিজ করে দিয়েছে।

ঠিক কী বলল সুপ্রিম কোর্ট? Supreme Court

সে রাজ্যের হাসপাতালগুলির হাল ফেরাতে ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) অন্যান্য বেশ কিছু সংস্কারমুখী পদক্ষেপ করতে বলেছিল। একই সঙ্গে সেই সময় আদালতের নির্দেশ ছিল, সরকারি কর্তা ও কর্মীদের সরকারি হাসপাতাল থেকেই চিকিৎসা পরিষেবা নিতে হবে। বে-সরকারি হাসপাতালে তারা যেতে পারবেন না।

আদালতের নির্দেশে সহমত হতে পারেনি সরকারি কর্মীদের একাংশ। হাই কোর্টের নির্দেশে বিপাকে পড়েন বহু কর্মী। ক্ষুব্ধ কর্মীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, উচ্চ আদালতের নির্দেশের ফলে সরকারি নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হয়েছে।

একইসাথে হস্তক্ষেপ করা হয়েছে রোগীর চিকিৎসা পাওয়া সম্পর্কিত পছন্দের এক্তিয়ারেও। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অবশ্যই হাসপাতালগুলির পরিস্থিতি আরও উন্নত হওয়া উচিত। এই বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই। যদি তেমনটাই উদ্দেশ্য হয়ে থাকে তাও ঠিক। তবে সেই কারণে কারও উপর কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়।

government employees

আরও পড়ুন: জামিনের পরেই পুড়বে কপাল? কালীঘাটের কাকুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! CBI চার্জশিটে তোলপাড়

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠলে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, নির্দিষ্ট কোনও হাসপাতাল থেকে চিকিৎসা নিতে কাউকে বাধ্য করা যায় না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর