গার্হস্থ্য হিংসা মামলায় বড় খবর! শ্বশুরবাড়িকে টানা নিয়ে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ গার্হস্থ্য হিংসার (Domestic Violence) ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, মূল অভিযুক্তের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও যুক্ত করা হয়েছে। বহুক্ষেত্রে জল গড়ায় আদালত অবধি। এবার এমনই একটি মামলার শুনানিতে বড় মন্তব্য করল এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বি ভি নাগারত্ন এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই মন্তব্য করা হয়েছে।

গার্হস্থ্য হিংসা মামলায় কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

গার্হস্থ্য হিংসা মামলার ক্ষেত্রে মূল অভিযুক্তের বাড়ির লোক তথা পরিবারের সদস্যদের অহেতুক যুক্ত করা যাবে না। এই ধরণের মামলাগুলি সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত। সেই সঙ্গেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনের সুনির্দিষ্ট ধারায় অভিযোগ আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। সম্প্রতি তেলেঙ্গানার একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানির সময় এমনই মন্তব্য করেছে বিভি বিচারপতি নাগারত্ন (Justice BV Nagarathna) ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ।

সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিদের কথায়, এই ধরণের মামলাগুলি ভীষণই সংবেদনশীল। এর সঙ্গে প্রচণ্ডভাবে আবেগ জড়িয়ে থাকে। শ্বশুরবাড়ির সদস্য, যারা অভিযোগকারীকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন না কিংবা সবকিছু দেখার পরেও মুখে কুলুপ এঁটে থাকেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গার্হস্থ্য হিংসার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত না থাকলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এবার এই নিয়েই বড় মন্তব্য করল শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ আরজি কর আন্দোলনের মুখ! অনিকেতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! ৭ জনকে তলব করল পুলিশ

জানা যাচ্ছে, শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন তেলেঙ্গানার একজন মহিলা। সেই জল গড়ায় আদালত অবধি। মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্তের পরিবার। তবে সেখানে কোনও সুরাহা হয়নি। আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। এরপর তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Supreme Court

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশ, সংশ্লিষ্ট গার্হস্থ্য হিংসার মামলায় অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা বাতিল করতে হবে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ধারাগুলি যতখানি সম্ভব সুনির্দিষ্ট হওয়া উচিত। সবার বিরুদ্ধে কোনও বাছবিচার না করে মামলা দায়ের করা হলে আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা থেকে যায়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর