বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রী যে নাম পছন্দ করেছিলেন তাতে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই বিষয়টি জানান তিনি। এবার তার প্রেক্ষিতেই বড় নির্দেশ দিয়ে দিল এদেশের সর্বোচ্চ আদালত।
কী নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)?
৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যেই ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছেন রাজ্যের রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। তবে বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দে আপত্তি জানিয়েছেন তিনি। গত এপ্রিলে ‘সিলড কভারে’ এদেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি জানান তিনি। এবার সেই আপত্তির কথা জানাল সুপ্রিম কোর্ট।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ জানিয়েছে, ওই ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্যদের (Vice Chancellor) নাম নিয়ে রাজ্যপাল বোস আপত্তি জানানোয় ওই ১৭ জনের নাম পর্যালোচনা করবে একটি কমিটি। আদালতের নির্দেশ মতো গঠিত সাবেক প্রধান বিচারপতি ইউইউ ললিতের কমিটির হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ মেনে এই ক্ষেত্রে পরবর্তী নির্দেশ দেবে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ চাকরি হারানোর যন্ত্রণার মাঝেই বেধড়ক মার! এবার শিক্ষকদের বিরুদ্ধেই মামলা দায়ের পুলিশের
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গঠন করা সার্চ কমিটির ৩ জনের নামের প্যানেল প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে গিয়েছিল। সেখান থেকে তিনি তাঁর পছন্দ জানান। ইতিমধ্যেই ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই পছন্দেই সায় দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য বোস। সেই বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।
বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থীর বিষয়ে আপত্তি জানিয়েছেন তিনি। এর ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়টি এখনও ঝুলেই রইল। সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঞ্চের নির্দেশ, ওই ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত উপাচার্যদের নাম পর্যালোচনা করবে আদালতের নির্দেশে গঠিত নতুন কমিটি।