অবশেষে! শিক্ষকদের জন্য বড় সুখবর, ২৮ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারির সুপ্রিম নির্দেশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পর্যাপ্ত শিক্ষকের অভাবে বেহাল দশা রাজ্যের শিক্ষা ব্যবস্থার। এরই মধ্যে এবার বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে আগামী ২৮ মার্চের মধ্যে রাজ্যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের শিক্ষার জন্য উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে হবে।

শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

সংবাদমাধ্যমে ওই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়ার কথা বলার পাশাপাশি এই ব্যাপারে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ার (আরসিআই) নিয়ম মেনে নিয়োগ করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দনের ডিভিশন বেঞ্চ। 

জানা যাচ্ছে, এক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষকরা কর্মরত থাকলে তাঁদেরও যোগ্যতা যাচাই করে স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে। পুরো প্রক্রিয়া রায় ঘোষণার ১২ সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। মামলার আবেদনকারীদের মধ্যে অন্যতম গৌরাঙ্গকুমার দাস এদিন জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের জন্যও চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। যোগ্যতা অনুযায়ী নিয়োগের মাধ্যমে এবার তাঁরাও স্থায়ী পদের বেতন পাবেন।

আরও পড়ুন: চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল! বীরভূমে যা হচ্ছে… শুনলে থ হবেন

বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের শিক্ষকদের জন্য আদালতের তরফে নির্দেশ দেওয়া যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই ওই সমস্ত শিক্ষকরা স্থায়ী পদে নিয়োগের বেতনক্রমে যুক্ত হতে পারবেন। একইসাথে জানানো হয়েছে, বেতনের ক্ষেত্রে তাঁদের আগের চাকরির কোনও অভিজ্ঞতা কাজে লাগবে না। তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদের বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত।

Supreme Court

সুপ্রিম নির্দেশে আরও জানানো হয়েছে, এমনও কিছু রাজ্য আছে যেখানে দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক শিক্ষকরা বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের পড়াচ্ছেন। এবার নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষকদেরও বেতনক্রমের আওতায় আনার নির্দেশ দিয়েছে আদালত। একইসাথে এঁদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন,সেটাও ঠিক করে দিয়েছেন বিচারপতিরা। জানা যাচ্ছে ওই কমিটিতে থাকবেন, রাজ্যের প্রতিবন্ধী কমিশনার, শিক্ষা সচিব এবং আরসিআই-এর এক প্রতিনিধি। এছাড়া, রাজ্যের প্রতিবন্ধী কমিশনারের পদ খালি থাকলে রাজ্যের ল’ রিপ্রেজ়েন্টেটিভ বা আইন সচিবও ওই কমিটিতে থাকবেন।

শিক্ষক নিয়োগের ওই মামলাতেই এদিন বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের ক্ষেত্রে ছাত্র-শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল  সুপ্রিম কোর্ট। এপ্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রাথমিক স্তরে ১০ জন পড়ুয়াপিছু ১ জন শিক্ষক এবং মাধ্যমিক স্তরে ১৫ জন পড়ুয়াপিছু ১ জন শিক্ষক থাকার নিয়ম রয়েছে। আদালত সূত্রে খবর, পরিসংখ্যানের বিচারে সব থেকে বেশি বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়া রয়েছেন উত্তরপ্রদেশে। সংখ্যাটা প্রায় তিন লক্ষ। তার পরেই প্রায় ১ লক্ষ ৩৫ হাজার বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X