আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! চাপে মোদী সরকার! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, সাধারণ মানুষের সুবিধার্থে নানান প্রকল্প (Government Scheme) চালু করেছে উভয় সরকার। সরকারের এই স্কিমগুলির মাধ্যমে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। এবার যেমন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

আয়ুষ্মান ভারত নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল আয়ুষ্মান ভারত। দেশের ৩৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্কিম চালু হয়েছে। তবে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ ও দিল্লি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প চলছে। অন্যদিকে দিল্লি সরকার চালু করেছে আরোগ্য প্রকল্প। এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার জন্য দিল্লি সরকারকে জোর করা যাবে না।

এর আগে দিল্লি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, আয়ুষ্মান ভারত চালু করার জন্য কেন্দ্রের (Central Government) সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করতে হবে দিল্লির আপ সরকারকে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, এই স্কিম চালু করার জন্য দিল্লি সরকারের ওপর জোর করা যাবে না।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে CBI-এর বিরুদ্ধে বিরাট অভিযোগ! সঞ্জয় দোষী সাব্যস্ত হতেই বিস্ফোরক তিলোত্তমার মা

জানা যাচ্ছে, দিল্লির আম আদমি পার্টির সরকার (Delhi Government) আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হতে দিচ্ছে না। ফলে আমজনতা এই স্কিমের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। রাজধানীর গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। পাল্টা দিল্লির আপ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, এই মামলা জনস্বার্থ হলেও, এর নেপথ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে। কারণ এই মামলা দায়ের করেছেন রাজনৈতিক নেতারা, কোনও সাধারণ মানুষ নয়। এই মুহূর্তে যারা দিল্লিতে বিরোধী দলের আসনে রয়েছেন, তারা এই মামলা দায়ের করেছেন। ভোটের আগে আমাদের সরকারকে চাপে ফেলার জন্য এই চক্রান্ত করা হচ্ছে।

Supreme Court

আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দিল্লির আপ সরকারের হয়ে সওয়াল করেন দুঁদে আইনজীবী অভিষেক মনু সিংভি। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর শীর্ষ আদালতের তরফ থেকে দিল্লি সরকারের দাবিকেই মান্যতা দেওয়া হয়। আয়ুষ্মান ভারত চালু করার জন্য দিল্লির আপ সরকারকে জোর করা যাবে না, স্পষ্ট জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে ভোটের আগে আপ সরকারের স্বস্তি এবং বিজেপি শিবিরের চাপ বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর