বন্ধ হচ্ছে NEET-এর কাউন্সেলিং? এবার বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তোলপাড় দেশ

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়েছে আদালত। সেবার যেমন সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত এই নিয়ে কী নির্দেশ দেবে তা নিয়ে অনেকদিন ধরেই জোর চর্চা চলছিল। অবশেষে এই নিয়ে বিরাট নির্দেশ দিল এদেশের শীর্ষ আদালত।

NEET-UG কাউন্সেলিং প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ জারি করল না আদালত। তবে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা রয়েছে তা নিয়ে আয়োজক সংস্থা ন্যাশানাল টেস্টিং এজেন্সির (NTA) থেকে জবাব তলব করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আহসানউদ্দিনের আমানুল্লার অবকাশকালীন বেঞ্চ।

আরও পড়ুনঃ বাংলাকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম? পলিটব্যুরোর বিবৃতিতে নাম নেই বঙ্গের, তুমুল শোরগোল!

মঙ্গলবার শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে, ‘কাউন্সেলিং প্রক্রিয়া আমরা বন্ধ করব না। তবে মামলাকারীরা যদি আরও সওয়াল করেন, তাহলে মামলা খারিজ করে দেওয়া হবে’। এদিকে শীর্ষ আদালতের নির্দেশের আগে গত শনিবারই NTA জানিয়েছিল, কাউন্সেলিং বন্ধ হবে না, অতা চলবে। তার মাঝেই এই বিষয়টি নিয়ে বিবেচনার জন্য আরও একটি দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। ৮ জুলাই আবার সেই মামলা উঠবে।

উল্লেখ্য, ২০২৪ সালের তথা এই বছরের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (Medical Entrance Exam) বাতিল করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা মামলা হয়। মামলাকারীদের তরফ থেকে বলা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। সেই সঙ্গেই আরও বেনিয়ন হয়েছে। এদিন শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়। কলকাতা হাই কোর্টেও এমন ধরণের মামলা দায়ের হয়েছিল। সেটারও শুনানি আজই হওয়ার কথা।

Supreme Court

অন্যদিকে শীর্ষ আদালতে দায়ের করা একটি পিটিশনে দাবি করা হয়েছে, পাটনায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল এবং রাজস্থানে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ইতিমধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সেই বিতর্কে ইতি পড়েনি। এবার আবার ৬৭ জন প্রথম হওয়া নিয়ে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে হরিয়ানার একটি পরীক্ষাকেন্দ্র থেকে ৬ জন পরীক্ষার্থী প্রথম হওয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ আরও বেশি তীব্র হয়েছে। একইসঙ্গে গ্রেস মার্কস নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর