ব্যবস্থা না নিলেই বিপদ! রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি! সুপ্রিম কোর্টের এক নির্দেশে তোলপাড় দেশ

বাংলা হান্ট ডেস্কঃ চিকিৎসা তথা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত বিজ্ঞাপনে কোনও ভাবে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় ও সেই বিষয়ে সেই রাজ্য সরকার (State Government) অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কোনও রকম ব্যবস্থা না নেয়, তাহলে এবার তারাই বিপাকে পড়বে! বুধবার স্পষ্টভাবে একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?

জানা যাচ্ছে, স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত কোনও বিভ্রান্তিকর বিজ্ঞাপন (Misleading Medical Advertisements), যার মাধ্যমে নির্দিষ্ট আইনের পরোয়া না করে ‘ম্যাজিক দাওয়াই’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, তার ওপর সঠিক নজরদারি করা হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষীয়ান আইনজীবী শাদন ফারাসত। তিনি এই রকম ঘটনার ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদনও জানান।

এবার সেই প্রেক্ষিতেই বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে জানানো হল, চিকিৎসা তথা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত কোনও বিজ্ঞাপনে যদি কোনও ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয় ও রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন যদি এই বিষয়ে কোনও পদক্ষেপ না গ্রহণ করে, তাহলে এবার তাদের বিরুদ্ধেই আদালত অবমাননার মামলা করা হবে।

আরও পড়ুনঃ কলকাতা ও হাওড়া পুলিশকে বড় নির্দেশ! রিপোর্ট চাইল হাইকোর্ট! কোন মামলায়?

শীর্ষ আদালতের বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের নির্দেশ, ‘আমরা একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, আমরা যেখানেই দেখব, রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এই ধরণের ঘটনায় যথাযথ পদক্ষেপ করেনি, আমরা সেই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব’।

Supreme Court

উল্লেখ্য, এই প্রকার বিভ্রান্তি রুখতে ৩টি বিশেষ আইন রয়েছে। তবে প্রবীণ আইনজীবী শাদন ফারাসতের অভিযোগ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যে ব্যক্তি বা সংস্থাগুলি ওই ৩টি আইন লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বা রাজ্য সরকার পদক্ষেপ নিতে গড়িমসি করছে। জানা যাচ্ছে, এই প্রেক্ষিতে বাবা রামদেবের প্রসঙ্গও উত্থাপন করেন শাদন ফারাসত। এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই ধরণের ঘটনায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বা রাজ্য সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে এবার তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করা হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর