‘সব কিছুর একটা সীমা আছে’! ভরা এজলাসে তুমুল বিরক্ত প্রধান বিচারপতি, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ উপাসনালয় আইন সংক্রান্ত একটি নতুন মামলা শুনেই মেজাজ হারালেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। উপাসনালয় আইন, ১৯৯১ সংক্রান্ত নতুন আর্জি শুনে এদিন ভরা এজলাসে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি। রীতিমতো ভর্ৎসনার সুরে এদিন তিনি বললেন, ‘যথেষ্ট হয়েছে। সব কিছুর একটা শেষ আছে।’ একইসাথে তিনি জানিয়ে দিয়েছেন, শীর্ষ আদালতে এই বিষয়ে আর কোনও মামলার শুনানি হবে না।

উপাসনালয় আইন সংক্রান্ত নতুন মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট (Supreme Court)

অতিরিক্ত কারণ দেখিয়ে হস্তক্ষেপের পিটিশন জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত (Supreme Court)। তবে এখনও পর্যন্ত দায়ের হওয়া মামলায় নতুন আবেদনের বিষয়ে নোটিশ জারি করার সম্মতি মেলেনি। এখানে বলে রাখা ভালো, গত বছরের ১২ ডিসেম্বর, হিন্দুপক্ষের দায়ের করা ১৮টি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ জারি করেছিল সর্বোচ্চ আদালত। ওই মামলা গুলিতে জ্ঞানবাপী, মথুরার শাহি ইদগাহ মসজিদ এবং সম্ভালের শাহি জামা মসজিদ-সহ ১০টি মসজিদের পর্যবেক্ষণের আর্জি জানানো হয়েছিল।

হিন্দু গোষ্ঠী এবং ডানপন্থী সংগঠনগুলি ওই আবেদনের ব্যাপক বিরোধিতা করেছিল। তবে বিরোধী দলগুলি শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশকে সমর্থন জানিয়েছিল। প্রসঙ্গত, প্রায় তিন দশক আগে অর্থাৎ ১৯৯১ সালে এই আইন পাশ হয়েছিল। ওই আইন অনুসারে, ১৯৪৭ সালের ১৫ আগস্ট যেমন ছিল, কোনও ধর্মীয় স্থানের চরিত্রকে সেখান থেকে পরিবর্তন করা যাবে না। তবে রাম জন্মভূমির বিতর্ককে এর বাইরে রাখা হয়েছিল।

আরও পড়ুন: একলাফে বাড়বে ৪০ শতাংশ বেতন! কোন কর্মীরা পাচ্ছেন এই সুযোগ?

প্রসঙ্গত উল্লেখ্য, যাদের আমলে এই আইন চালু করা হয়েছিল, সেই কংগ্রেস কিংবা এআইএমআইএম, এই আইন কড়াভাবে লাগু করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। অন্যদিকে সোমবার এক ব্যক্তি সুপ্রিম কোর্টে (Supreme Court) আর্জি জানান, যদি এই আইন প্রয়োগ করা হয় তাহলে তা যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়। এপ্রসঙ্গে তার যুক্তি ছিল, প্রত্যেকের শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।

Supreme Court

আর্জি শোনার পর প্রধান বিচারপতি এদিন বলেন, এর আগেও তিনি নতুন  পিটিশন দাখিল করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তিনি মনে করেন, সব কিছুরই একটা সীমা থাকা উচিত। তাঁর কথায়, ‘নতুন হস্তক্ষেপমূলক পিটিশন দায়ের করা যাবে। তবে অবশ্যই এমন কোনো যুক্তি থাকতে হবে, যা আগে তোলা হয়নি।’ এদিকে আবেদনকারীদের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এবিষয়ে কেন্দ্রের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। জানা যাচ্ছে, এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর