বাংলা হান্ট ডেস্কঃ সিজেআই চন্দ্রচূড়ের অবসরের পর দেশের প্রধান বিচারপতি হয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। মঙ্গলবার অবসর নিলেন তিনি। সেই অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় সুপ্রিম কোর্টের (Supreme Court) সদ্য প্রাক্তন বিচারপতিকে। সেই সঙ্গেই পরবর্তী সিজেআই বি আর গাভাইকে (Justice BR Gavai) প্রশংসায় ভরিয়ে দেন তিনি।
অবসরের আবহে কী বললেন সিজেআই খান্না (CJI Sanjiv Khanna)?
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের ‘সেলিমনিয়াল বেঞ্চে’ শেষ ভাষণ দেন দেশের প্রধান বিচারপতি খান্না। এদিন খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বিদায়ী সিজেআই বলেন, ‘শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি বাক্যহারা। প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। একবার আইনজীবী হয়ে গেলে চিরকাল আপনি আইনজীবী হয়েই থাকবেন। বিচারবিভাগের ওপর সাধারণ মানুষের যে বিশ্বাস রয়েছে, সেটা অর্জন করতে হয়’।
বিচারপতি খান্না এদিন বলেন, নানান জায়গা থেকে শীর্ষ আদালতে বিচারপতিরা আসেন। বিচারপতিদের এই বৈচিত্র্য বিচার বিভাগকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে বলে মন্তব্য করেন তিনি। দেশের পরবর্তী প্রধান বিচারপতিকেও এদিন প্রশংসায় ভরিয়ে দেন বিদায়ী প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ দিলীপের স্ত্রী রিঙ্কুর ছেলের রহস্যমৃত্যু! বয়স কত, কী করতেন প্রীতম? মায়ের বিয়ে নিয়ে বলেছিলেন…
সিজেআই খান্না বলেন, ‘বি আর গাভাইয়ের মতো একজন সৎ বিচারপতিকে পেয়ে দেশ আপ্লুত। উনি মৌলিক অধিকার ও বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন’।
উল্লেখ্য, রীতি অনুযায়ী নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন সিজেআই খান্না (CJI Sanjiv Khanna)। বুধবার দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। জাস্টিস বালাকৃষ্ণনের পর ভারতের দ্বিতীয় দলিত সিজেআই হচ্ছেন বিচারপতি গাভাই। তার আগে আজ অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না। আগামী ৬ মাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার দায়িত্ব পালন করবেন বিচারপতি গাভাই। আগামী নভেম্বর মাসে তিনি এই পদ থেকে অবসর নেবেন।