বাংলা হান্ট ডেস্ক : অবশেষে অসত্য,বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় স্বস্তি পেলেন যোগুগুরু রামদেব (Ramdev) এবং পতঞ্জলি (Patanjali) আয়ুর্বেদ লিমিটেডের মালিক বাল কৃষ্ণ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে আপাতত এই মামলা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ রামদেব (Ramdev) এবং পতঞ্জলির তরফে বালকৃষ্ণ নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়ে মুচলেকা জমা দিয়েছিলেন।
রামদেবের (Ramdev) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট
এছাড়াও তাঁরা আদালতকে আশ্বস্ত করেছেন ভবিষ্যতে বিভ্রান্তিকর বিজ্ঞাপন থেকে পতঞ্জলি বিরত থাকবে। প্রসঙ্গত ইতিপূর্বে দু-দফায় হলফনামা জমা দিয়ে ক্ষমা চাইলেও খুশি হয়নি শীর্ষ আদালত। তাই সে সময় তাদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। তবে অবশেষে তারা একাধিকবার হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশের সব কটি বড় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছে এই বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় ক্ষমা চেয়ে নেওয়ায় এবার তাদের ক্ষমা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত।
আদালতে জমা দেওয়া হলফনামায় যোগগুরু জানিয়েছেন, ‘বিজ্ঞাপনের বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আদালতের কাছে। এই ত্রুটির জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আদালতকে আশ্বস্ত করতে চাই যে, একই ভুলের পুনারাবৃত্তি হবে না। আরও অঙ্গীকার করছি, বিবৃতিতে উল্লিখিত সব কথাই অক্ষরে অক্ষরে মেনে চলব। অনুরূপ কোনও বিজ্ঞাপন ব্যবহার করা হবে না।’
আরও পড়ুন: বাজিমাত রতন টাটার! এই সংস্থার শেয়ার কিনে বিরাট ক্ষতির মুখে সচিন তেন্ডুলকর
তবে আপাতত এই আদালত অবমাননার মামলা বন্ধ করে দেওয়া হলেও বিচারপতি হিমা কলি ও সন্দীপ মেহতার বেঞ্চ এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে তাদের জানিয়ে দিয়েছেন আদালতের বার্তা কিংবা মুচলেকায় বর্ণিত কোনও শর্ত ভবিষ্যতে লঙ্ঘিত হলে আবার এই আদালত অবমাননার মামলা খোলা হবে।
প্রসঙ্গত, রামদেব এবং তাঁর সংস্থার বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রচারের জন্য মামলা করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আইএমএর অভিযোগ ছিল, পতঞ্জলির বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের অসম্মান করা হয়েছে।
অভিযোগ ছিল,করোনা কালে শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের সংস্থা পতঞ্জলি। যা আদতে কোভিড প্রতিরোধী ছিল না। তার জন্যই রামদেবের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী প্রচার চালানোর আভিযোগ এনেছিল আইএমএ।