তিন হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে পদোন্নতির জন্য সুপারিশ, কেন্দ্রের কাছে প্রস্তাব কলেজিয়ামের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট (Supreme Court) বনাম শাসক দলের একাংশের বিবাদে সরগরম হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে কটাক্ষ শানাতে দেখা গিয়েছিল বিজেপি সাংসদকে। সংবিধান অবমাননার অভিযোগ তোলা হয়েছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিরুদ্ধে। পরবর্তীতে অবশ্য প্রধান বিচারপতি এই বিতর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছিলেন। এর মাঝেই তিন হাইকোর্টের দুই প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতির নাম সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পত্র পাঠাল শীর্ষ আদালতের কলেজিয়াম।

তিন হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি করার জন্য সুপারিশ

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিশ্নোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি এএস চন্দুরকরকে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করা হয়েছে। আর এই সুপারিশ করা হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন কলেজিয়ামের তরফে।

Supreme Court collegium proposed three high court justice names

কেন্দ্রের সঙ্গে হয়েছে বিবাদ: এই প্রক্রিয়া নিয়ে বিগত কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং কেন্দ্রীয় সরকারের বিবাদ দেখতে পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনকি বিচারপতি নিয়োগের এই প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলে কেন্দ্রী আইনমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল কিরেন রিজিজুকে।

আরো পড়ুন : রক্ষকই যখন ভক্ষক… ইউটিউবারের পর ‘পাক চর’ সন্দেহে গ্রেফতার CRPF জওয়ান!

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শীর্ষ আদালতের: সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করা নাম নিয়ে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে বলে অভিযোগ তোলে শীর্ষ আদালত। ২০২২ সালে এ বিষয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টকে।

আরো পড়ুন : জ্যোতিকে ঘিরে AK47-ধারী ওই ৬ জন কারা? পাকিস্তানে নতুন ভিডিও সামনে আসতেই ছড়াল চাঞ্চল্য!

প্রসঙ্গত, কিছুদিন আগে এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, ‘বিচার বিভাগ, নাকি সংসদ নাকি আইনি বিভাগ, সর্বোচ্চ স্থানে কে রয়েছে? এই প্রশ্ন করা হলে আমি বলব, দেশের সংবিধান সবার উপরে রয়েছে।’ তিনি আরো বলেন, দেশের তিন স্তম্ভ বিচার বিভাগ, সংসদ এবং আইন বিভাগকে একত্রে কাজ করতে হবে সংবিধান রক্ষার জন্য।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X