‘ভগবানকে ডেকে আনলেও…’! রাজ্য-রাজ্যপাল সংঘাত! উপাচার্য নিয়োগে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে চরমে পৌঁছেছিল রাজ্য-রাজ্যপাল সংঘাত। সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। ইতিমধ্যেই অবশ্য জটিলতা কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাঠানো নামেই সই করেছেন রাজ্যপাল। বাকিদেরও তাড়াতাড়ি নিয়োগ করা হবে এবং সেই নামগুলি তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে বলে আদালতে জানিয়েছেন সিভি আনন্দ বোস।

  • সিলেকশন কমিটি নিয়ে প্রশ্ন তুলতেই থামিয়ে দিল শীর্ষ আদালত (Supreme Court)!

ইতিমধ্যেই রাজভবনের তরফে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (Vice Chancellor Recruitment) নাম পাঠানো হয়েছে। সর্বোচ্চ আদালত যে সিলেকশন কমিটি বানিয়ে দিয়েছিল, সেই অনুযায়ীই সম্পূর্ণ প্রক্রিয়া এগোচ্ছে। এদিন শুনানি চলাকালীন এই সিলেকশন কমিটি নিয়ে এক আইনজীবী প্রশ্ন তুলতেই তাঁকে থামিয়ে দেন বিচারপতি।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে এই শুনানি চলছিল। রাজ্যপাল বোসের (CV Ananda Bose) তরফ থেকে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি ৩ সপ্তাহ সময় দেওয়ার কথা বলেন। তাহলেই ৩৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্ভব হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ‘রাজ্য সরকারের…’! মদ খেয়ে গাড়ি চালানো অতীত! কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

অন্যদিকে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি আবার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানান। সেই সঙ্গেই এত সময় কেন লাগছে সেই নিয়ে প্রশ্ন করেন তিনি। এসবের মাঝেই একজন আইনজীবী সিলেকশন কমিটি নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে থামিয়ে দেন জাস্টিস সূর্য কান্ত।

Supreme Court

সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘কমিটি কিংবা প্রক্রিয়া নিয়ে কোনও আবেদন করবেন না। আপনার যা বলার আছে আপনি মুখ্যমন্ত্রীকে বলতে পারেন। আর কোনও অভিযোগ আমরা শুনব না’। এই প্রসঙ্গের রেশ টেনেই বিচারপতি আরও বলেন, ‘আমরা জানি, যদি ভগবানকে ডেকে এনেও আমরা সিলেকশন চেয়ারে বসাতাম, তাহলেও আপত্তি থাকত’।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের জল সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি গড়িয়েছিল। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সরব হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো নামেই স্বাক্ষর করে দিয়েছেন রাজ্যপাল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর