বাংলা হান্ট ডেস্ক: সোমবার দুপুরেই প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় বড়সড় ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। সুপ্রিম কোর্ট এদিন খারিজ করে দেয় চিদম্বরমের আগাম জামিনের আবেদন। আগামী ৩০ অগস্ট পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কে থাকতে হবে সিবিআই হেফাজতে। আগামী শুক্রবার সিবিআই বিশেষ আদালতে শুনানি জানানো হবে। সুতরাং পি চিদাম্বরম কে সিবিআই হেফাজতে থাকতে হবে আগামী পাঁচ দিন।
শীর্ষ আদালত সোমবার সোজাসুজি জানিয়ে দেয় সিবিআই হেফাজতে কোনরকম ভাবে নাক গলাবেন না তারা। আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন চিদম্বরম, এর তীব্র বিরোধিতা করে সিবিআইয়ের পক্ষের আইনজীবী প্রশ্ন তুলে জানান, গ্রেফতার করার পর আগাম জামিনের আবেদনের শুনানির কোন মানেই হয়না। বিচারপতি ভানুমতী সিবিআইয়ের আইনজীবীর এমন প্রশ্ন কে সমর্থন জানান।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গত বুধবার। বিগত কয়েকদিন ধরেই প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের নাম খবরের শিরোনামে। বেশ কিছুদিন সিবিআই হেফাজতে থাকার পর আজ প্রাক্তন অর্থমন্ত্রীকে আদালতে পেশ করে সিবিআই। আজ সকালেও চিদম্বরকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা।