এবার গ্রেফতার হতে পারেন অভিষেক! রক্ষাকবচে না সুপ্রিম কোর্টের! থরহরি কম্প তৃণমূল শিবিরে

বাংলা হান্ট ডেস্ক : বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগেই সুপ্রিম কোর্টে গেছেন তিনি। কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হন অভিষেক। আজ সোমবার সেই মামলারই শুনানি ছিল। সেখানেই সমস্যায় পড়লেন তৃণমূলের (Trinamool Congress) জাতীয় সাধারণ সম্পাদক।

এ দিন, শীর্ষ আদালতে আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি সওয়াল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। তাঁর মক্কেলের বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় সংস্থা কড়া পদক্ষেপ না করে সেই ব্যাপারে সুরক্ষাকবচের আর্জি জানান অভিষেক মনু সিঙ্ভি। এরই সঙ্গে তৃণমূল সাংসদের গ্রেফতারের আশঙ্কাও প্রকাশ করেন তিনি। এবার সেই আর্জি খারিজ করে দিল বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ। আগামী শুক্রবার আবারও এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

   

abhishek ed cbi

আদালতে আইনজীবী অভিষেক মনু মনুসিঙ্ভি বলেন, ‘সিবিআই কোনও রকম সময় না দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করছে।’ এ ও বিচারপতিকে মনে করিয়ে দেন, এর আগেরবার অভিষেককে যখন ডাকা হয়েছিল তখন তিনি দার্জিলিংয়ে ছিলেন। তড়িঘড়ি চলে আসতে বাধ্য হন।

তিনি আরও বলেন, ‘এরপরও গত শনিবার (২০ মে) একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অভিষেককে যখন তলব করা হয়েছে তখন তিনি ‘নব জোয়ার কর্মসূচির’ জন্য বাঁকুড়ায় ছিলেন। সেই কর্মসূচি ফেলেই কলকাতায় ফিরে আসতে হয় হাজিরা দেওয়ার জন্য।’

অভিষেকের আইনজীবী আশঙ্কা প্রকাশ করে আদালতে জানান, তাঁর মক্কেলকে ফের তলব করা হতে পারে। বার-বার তলব করে ঘণ্টার পর ঘণ্টা জেরার নামে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি। একই সঙ্গে ২৫ লক্ষ টাকার জরিমানার বিষয়টিও আদালতে উল্লেখ করেন আইনজীবী মনু সিঙ্ভি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর