মোটেই যুক্তিগ্রাহ্য নয়! জোর ধাক্কা খেল ভি, এয়ারটেল, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়ার হিসাবে ভুল রয়েছে! তাই সংশোধন চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল ভারতের দুই জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (ভি) এবং এয়ারটেল। কিন্তু খালি হাতেই ফিরতে হল তাদের। কারণ শীর্ষ আদালতের তরফে সটান তাদের সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে জোর ধাক্কা খেল ভি, এয়ারটেল

প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি অভয় ওকার ডিভিশন বেঞ্চ এই মামলায় সাফ জানিয়ে দিয়েছে, আবেদন খতিয়ে দেখার পর স্পষ্ট হয়েছে তা মোটেই যুক্তিগ্রাহ্য নয়। সেই কারণে সুপ্রিম কোর্ট (Supreme Court) তাদের আর্জি বাতিল করে দিয়েছে।

প্রসঙ্গত ২০২১ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল, ২০২০-এর সেপ্টেম্বর থেকে ১০ বছরের মধ্যে সংস্থাগুলির বকেয়া এজিআর বাবদ ৯৩,৫২০ কোটি টাকা টেলিকম দফতরকে (ডট) মেটাতে হবে। যার মধ্যে প্রথম পর্যায়ে ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে দিতে হবে ১০%। আর বাকি টাকা পরের ১০ বছর ধরে ১০টি কিস্তিতে মেটাতে হবে।

আরও পড়ুন: বিরাট সুখবর! আগামী শিক্ষাবর্ষ থেকেই বিএড-এ নিয়ম পরিবর্তন

আদালতের নির্দেশ মতো ডটের পক্ষ থেকে সংস্থাগুলিকে নোটিস পাঠানোর পরেই বিষয়টি নজরে আসে। সুপ্রিম কোর্টে সংস্থাগুলির দাবি ছিল, তাদের উপরে চাপানো জরিমানা ও সুদের হার ঠিক নয়। সেই আর্জির ভিত্তিতে গত ২৮ জানুয়ারি প্রধান বিচারপতির এই বেঞ্চে মামলার রুদ্ধদ্বার শুনানি ছিল। সেই শুনানিতেই এই রায় দিয়েছিল শীর্ষ আদালত।

Supreme Court says mere disapproval of marriage is not a ground for abetment of suicide

সুপ্রিম নির্দেশ আসার পর সম্প্রতি ডটের পক্ষ থেকে ১০ মার্চের মধ্যে ভি-কে ৬০৯১ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি বা ৫৪৯৩ কোটি নগদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে এখনও এই সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর