নিজের এক্তিয়ার পার করছে ইডি? যা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ এফআইআর ছাড়া কি ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কারও সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে? সেটাই এবার বিচার করার দায়িত্ব এসে পড়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের (Supreme Court) ওপর। সম্প্রতি একটি মামলাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছে আর্থিক দুর্নীতি দমন আইন (পিএমএলএ)-এর পঞ্চম ধারার দুটি উপধারা। জটিলতা কাটাতেই এবার তা বিবেচনা করার দায়িত্বভার এসে পড়েছে শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এ প্রসঙ্গে শীর্ষ আদালতের (Supreme Court) পর্যবেক্ষণ ওই দুটি উপধারার মধ্যে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা থাকা প্রয়োজন।

ইডির এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির অভিমত

সম্প্রতি তামিলনাড়ুর বেআইনি বালি খাদান সংক্রান্ত একটি মামলায় মাদ্রাজ হাইকোর্ট ইডিকে এক ঠিকাদারের সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। তারপরেই হাইকোর্টের মামলায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার ওই মামলায় সব পক্ষকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। তবে এখনও পর্যন্ত হাইকোর্টের এই রায়ের উপর কোন হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।

সোমবার ইডির তরফে শীর্ষ আদালতে হাজির ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসিভি রাজু খান্না। এদিন প্রধান বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের এই ক্ষেত্রে পর্যবেক্ষণ আইনের ওই দুটি উপধারার মধ্যে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত আর্থিক দুর্নীতি দমন আইন অর্থাৎ (পিএমএলএ)-এর পঞ্চম ধারায় সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত বিষয়ে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: গোদের ওপর বিষফোঁড়া GST! একধাক্কায় আয় কমছে পুরসভাগুলির! রেহাই পেতে কি পরামর্শ রিজার্ভ ব্যাঙ্কের?

প্রথম উপধারায় বলা হয়েছে সম্পত্তি বাজেয়াপ্তের জন্য এফআইআর প্রয়োজন।অথচ অন্য একটি উপধারয় বলা হয়েছে ইডি আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করলে এফ আই আর ছাড়াই সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। এক্ষেত্রে পরস্পর বিরোধী দুট উপধারার ব্যাখ্যা কি করে করা হবে তা নিয়েই মামলায় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট।

Supreme Court

তবে এই মামলাটি শীর্ষ আদালতে উঠবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। যদিও ইতিপূর্বে এই মামলাটি মাদ্রাজ হাইকোর্ট উঠেছিল।  সেখানে সম্প্রতি বাজেয়াপ্তের পদক্ষেপকে খারিজ করে দিয়ে আদালত জানিয়েছিল আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় অবৈধ বালি খাদান-এর অভিযোগ তালিকাভুক্ত  নয়। অভিযুক্ত ঠিকাদারের পক্ষে সোমবার আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মুকুল রোহাতগি। তাঁর দাবি, ইডি নিজের এক্তিয়ার পার করার চেষ্টা করেছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর