এবার রেশন কার্ডের প্রসঙ্গে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট! উপকৃত হবেন কোটি কোটি মানুষ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রেশনের (Ration) মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য পেয়ে যাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। পাশাপাশি, রেশনের ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন দুস্থ মানুষেরাও। মূলত, সরকারের তরফেও জনগণের সুবিধার্থে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের (One Nation One Ration Card) আওতায় দেশের যেকোনো প্রান্ত থেকেই রেশন নেওয়ার ব্যবস্থা শুরু করা হয়েছে।

এর পাশাপাশি প্রায় ২৮.৮ কোটি পরিযায়ী শ্রমিক ই-শ্রম পোর্টালে নিজেদের নামও নথিভুক্ত করেছেন। যদিও, সেখানে ৮ কোটি শ্রমিকের নাম নথিভুক্ত হয়নি রেশন কার্ডে। এদিকে, এই রিপোর্ট সামনে আশার পরই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। শুধু তাই নয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তিন মাসের মধ্যেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিয়ে দিতে হবে।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই এই বিষয়টি রয়েছে বিচারপতি এমআর শাহ ও বিচারপতি আশানুদ্দিন আমানুল্লাহর কাছে। এমতাবস্থায়, তাঁরা নির্দেশ দিয়েছেন রেশন কার্ড ছাড়াই ওই শ্রমিকরা যাতে রাজ্য সরকার এবং জাতীয় সুরক্ষা মিশনের সুবিধা পান সেদিকেও নজর দিতে হবে। জানিয়ে রাখি যে, এই প্রসঙ্গে একটি PIL ফাইল করে জানানো হয় যে, করোনার মত ভয়াবহ মহামারীর সময়ে ভিনরাজ্যে কর্মরত প্রচুর সংখ্যক শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে এসেছিলেন।

এদিকে, ভিনরাজ্য থেকে তাঁরা এসে কাজ এবং খাবারের বিষয়ে বড় সমস্যায় পড়েন। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেয় যে, ওই পরিযায়ী শ্রমিকরা যাতে তাঁদের খাদ্য সুরক্ষাটা পান সেই দিকটা অন্তত খতিয়ে দেখতে হবে। এদিকে, এর আগে আদালত জানিয়েছিল যে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সাথে ই-শ্রম পোর্টালের সামঞ্জস্য রেখে চলতে হবে।

ration money (1)

পাশাপাশি, সেই সময়ে কেন্দ্রের তরফে রিপোর্টের মাধ্যমে বলা হয় যে, প্রায় ৭৮ কোটি উপভোক্তাকে NFS-এর আওতায় আনা হয়েছে। কিন্তু তার মধ্যে আবার ৮ কোটি শ্রমিকের রেশন কার্ড নেই। এই প্রসঙ্গে শুনানি চলার সময় আদালত নির্দেশ আকারে জানিয়ে দেয় যে, এখনও যাঁরা রেশন কার্ড পাননি তাঁদের রেশন কার্ডের ব্যবস্থা করে দেওয়া সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের উচিত। আর ওই কারণেই আদালত ৩ মাসের মধ্যে ওই নির্দিষ্ট সংখ্যক শ্রমিকদের রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর