বাংলা হান্ট ডেস্কঃ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা। এবার সেই সূত্রেই রাজ্যকে (Government of West Bengal) নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা। শীর্ষ আদালতের বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২২ এপ্রিল।
কোন মামলায় রাজ্যকে সুপ্রিম (Supreme Court) নোটিশ?
২০১২ সালের ‘এন্ট্রি অফ গুডস ইনটু দ্য লোকাল এরিয়াস’ আইন ও সেই সূত্রে ২০১৭ সালে সংশোধিত ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্স অ্যাক্ট এবং অন্যান্য নানান সম্পর্কিত বিধি ও নির্দেশিকার সাংবিধানিক বৈধতা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পণ্য প্রবেশ সম্বধিত ‘ট্যাক্সেস অন এন্ট্রি অফ গুডস’ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয়। এবার সেই সূত্রেই রাজ্যকে নোটিশ দেওয়া হল।
জানা যাচ্ছে, ২০১৩ সালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে ওই আইন অবৈধ হিসেবে রায় দেওয়া হয়। পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য (West Bengal Government)। সেই আবেদনে সাড়া দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় আদালত।
এদিকে এই মামলা বিচারাধীন থাকাকালীন ২০১৬ সালে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স চালু হয়। সেই সূত্রে রাজ্য নিজের ফিন্যান্স আইনে দরকারি সংশোধনী সূত্রে এন্ট্রি ট্যাক্স অ্যাক্ট চালু করে। ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের এই আইনকে বৈধতা দেওয়া হয়েছিল। পাল্টা মামলাকারীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন।
স্যামসং সহ নানান বড় সংস্থার অভিযোগ ছিল, বিদেশে রফতানির জন্য পশ্চিমবঙ্গে প্রবেশ করা পণ্যেও রাজ্য সরকার এমন কর আদায় করছে। রাজ্যের এই প্রকার কর নেওয়ার এক্তিয়ার নেই বলে দাবি তাদের।
এবার এই মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে নোটিশ জারি করা হল। মামলার পরবর্তী শুনানি অবধি এমন আইনি ব্যবস্থা অনুসারে মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২২ এপ্রিল।