‘নূন‍্যতম সম্মান জানান’, পশ্চিমবঙ্গ সরকারের মামলায় বিরাট চটল সুপ্রিম কোর্ট, এজলাসে দাঁড়িয়ে কপিল সিব্বলরা

বাংলা হান্ট ডেস্কঃ সর্বোচ্চ আদালতের (Supreme Court) প্রশ্নের মুখে কেন্দ্রের ভূমিকা। রাজ‍্য অনুমতি প্রত‍্যাহার করে নেওয়ার পরেও কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনো রাজ্যে তদন্ত করতে পারে? এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেন্দ্র সরকার (Central Government)।

ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট – Supreme Court

সোমবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করার জন্য হাজির ছিলেন কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কিন্তু কেন্দ্রের তরফে কোনও আইনজীবীই এজলাসে উপস্থিত ছিলেন না।

কেন্দ্রের এই আচরণেই বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। রীতিমতো ক্ষুব্ধ হয়ে জাস্টিস গাভাই কেন্দ্রের উদ্দেশে বলেন, “আদালতের প্রতি নূন‍্যতম সম্মান জানান। আপনাদের প‍্যানেলে এত আইনজীবী, ল অফিসার রয়েছেন। কোথায় তারা? তাদের মধ্যে কেউ একজনও উপস্থিত থাকতে পারলেন না?”

Supreme Court

আরও পড়ুন: আজ থেকেই বদলে যাবে আবহাওয়া! শনিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

আদালতে অবশ্য ক্ষমা চান জুনিয়র আইনজীবী। তিনি জানান, সিনিয়র আইনজীবীই সওয়াল করবেন। কিন্তু তিনি অন‍্য কোর্টে ব‍্যস্ত রয়েছেন। পাসওভার দেওয়ার অনুরোধ করেন জুনিয়র আইনজীবী। এরপর সুপ্রিম কোর্ট তরফে পাসওভার দেওয়া হয়। দু সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর