বাংলাহান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্ট প্রশান্ত কিশোরকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর প্রধান উপদেষ্টা নিযুক্ত করার বিরুদ্ধে দায়ের একটি পিটিশনের পর পাঞ্জাব সরকারকে নোটিশ জারি করেছে। শীর্ষ আদালতে দায়ের পিটিশনে প্রশান্ত কিশোরের নিযুক্তি আর তাঁকে সরকারি খাজানা থেকে বেতন দেওয়ার সুবিধার বিরুদ্ধে আপত্তি জাহির করা হয়েছে।
Prashant Kishor's Appointment As Advisor To Punjab CM: Supreme Court Issues Notice To Punjab Govt. In Plea Against HC Judgment @capt_amarinder,@PrashantKishor,@ISparshUpadhyay https://t.co/RAY4Qetrpd
— Live Law (@LiveLawIndia) May 9, 2021
প্রথমে এই পিটিশন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে দাখিল করা হয়েছিল। যদিও হাইকোর্টে এই পিটিশন খারিয হয়ে গিয়েছিল। আদালত জানিয়েছিল যে, রাজ্য সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সম্পূর্ণ অধিকার আছে নিজের উপদেষ্টা নির্বাচন করার। এরপরই এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়।
বৃহস্পতিবার ৬ মে সুপ্রিম কোর্ট পাঞ্জাব সরকারকে এই বিষয়ে নোটিশ পাঠিয়েছে। শীর্ষ আদালতে এই মামলার শুনানি বিচারক সঞ্জয় কিষাণ কৌল আর বিচারক হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চে হয়। পিটিশন দাখিলকারীর আইনজীবী জানান, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট আমাদের তথ্য ঠিকমতো না শুনেই আমাদের পিটিশন খারিজ করে দেয়।