বাংলা হান্ট ডেস্কঃ জম্মু ও কাশ্মীর সহ আসাম, অরুণাচল প্রদেশ,মনিপুর এবং নাগাল্যান্ডে সীমা পুনর্বিন্যাসের কাজ শুরু হওয়ার কথা ছিল অনেক আগেই। তবে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীর ছাড়া বাকি চার রাজ্যে পুনর্বিন্যাসের সেই কাজ হয়নি। কিন্তু কেন হয়নি? এমন প্রশ্ন নিয়েই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এবার ওই মামলায় বিরাট নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)
জানা যাচ্ছে, উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যের সীমা পুনর্বিন্যাসের জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম নোটিশে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড সহ মণিপুর ও আসামের সীমা পুনর্বিন্যাসের জন্য এখনও পর্যন্ত কী পদক্ষেপ করা হয়েছে, কেন্দ্রকে তা ওই সময়ের মধ্যে জানাতে হবে। এই মামলায় আদালতের মন্তব্য, থমকে থাকা পুনর্বিন্যাসের কাজ ২০২০ সালে রাষ্ট্রপতির নির্দেশের পর শুরু করা সম্ভব ছিল।
প্রসঙ্গত জনপ্রতিনিধিত্ব আইনের ৮(ক) ধারা অনুযায়ী, ওই চার রাজ্যের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমা পুনর্বিন্যাস হওয়ার কথা। সেই অনুযায়ী এক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তা জানতে চেয়েছিল আদালত।
আরও পড়ুন: মঞ্জুর হয়েছে আবেদন! সুপ্রিম কোর্টের রায়ের পর তিলোত্তমার মা বললেন, ‘মেয়ের রক্তাক্ত…
মামলা চলাকালীন আদালতে বলা হয়েছে, রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্রপতি যদি মনে করেন তাহলে এই পুনর্বিন্যাসের কাজ করা সম্ভব। এক্ষেত্রে আগের নির্দেশ তিনি প্রত্যাহার করতেই পারেন বলেও জানানো হয়। একইসাথে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষে এই কাজ করা সম্ভব।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতির নির্দেশে উত্তর পূর্বাঞ্চলের ওই চারটি রাজ্যে সীমা পূনর্বিন্যাসের সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতো ২০২০ সালের ৬ মার্চ ডিলিমিটেশন কমিশন গঠন করে কেন্দ্র। ওই কমিশন দ্বারা জম্মু ও কাশ্মীর, আসাম অরুণাচল প্রদেশ,মনিপুর এবং নাগাল্যান্ডে সীমা পুনর্বিন্যাসের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও জম্মু ও কাশ্মীর ছাড়া বাকি চার রাজ্যে সেই কাজ হয়নি।